শেষ আপডেট: 2nd September 2022 07:41
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো খবর বা ‘ফেক নিউজ’ ছড়ানোয় শীর্ষে বাংলা। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) গত একবছরের রিপোর্ট পেশ করেছে। তাতে প্রকাশিত হয়েছে, দেশের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে কম অপরাধ হয়েছে কলকাতায়। সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে বাংলার রাজধানী কলকাতা। কিন্তু সেই রিপোর্টেই বলা হয়েছে, গতবছর সবথেকে বেশি ফেক নিউজ (FAKE NEWS) ছড়িয়েছে এই বাংলাতেই।
এনসিআরবি–র প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, গতবছর রাজ্যে সোশ্যাল মিডিয়ায় ৪৩টি ভুয়ো খবর ছড়িয়েছে। যেগুলির মধ্যে ২৮টি নথিভুক্ত করেছে রাজ্য। ২০২১ সালে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুই তরফই জনসংযোগের আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। দুই দলই অনলাইন মাধ্যমকে ব্যপক ব্যবহার করেছিল। সেসময়েই বহু ভুয়ো খবর ছড়িয়েছিল বলে জানা যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময়ে ফেক নিউজ নিয়ে সরব হতে দেখা গিয়েছে।
পশ্চিমবঙ্গের পরে ফেক নিউজ বেশি ছড়িয়েছে তেলেঙ্গানায়। সেখানে ৩৪টি, এবং উত্তর প্রদেশে ২৪টি ফেক নিউজ নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে ভারতে গতবছর ১৭৯টি ফেক নিউজের ঘটনা নথিভুক্ত হয়েছে এনসিআরবি–র রিপোর্টে।
কলকাতায় (KOLKATA) ফেক নিউজ ছড়িয়েছে ২৮টি। যা দেশের ১৯টি মেট্রো শহরের মোট ফেক নিউজের ৬০ শতাংশ। কলকাতার পরেই রয়েছে মুম্বই ও হায়দ্রাবাদ। পশ্চিমবঙ্গে ভুয়ো খবরের বাড়বাড়ন্তের জন্য তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করে থাকে। তৃণমূলের তরফে অভিযোগ, রাজ্যে বিজেপির জন্যই ভুয়ো খবর বাড়ছে। বিজেপি আসার আগে এরাজ্যে গুজব ছড়াত না। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর সামাজিক মাধ্যমগুলিকে কেনার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে বিজেপির সোস্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন, বিজেপি ইতিবাচকভাবে সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করে থাকে। ভুয়ো খবর ছড়ায় তৃণমূল।
সিপিএমের দাবি, ভুয়ো খবর ও গুজব ছড়ানোর জন্য তৃণমূল ও বিজেপি সমানভাবে দায়ী। দুটো দলই সমান। কিন্তু সিপিএম সামাজিক মাধ্যম ব্যবহারে কিছু নীতি মেনে চলে।
ফিঙ্গারপ্রিন্ট বদলে ফেলছে অপরাধীরা! দু’জনকে গ্রেফতার করল পুলিশ