শেষ আপডেট: 30th May 2023 13:44
দ্য ওয়াল ব্যুরো: পুর দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার (WB Government files Case in Supreme Court)। এর আগে কলকাতা হাইকোর্টের দু’টি সিঙ্গল বেঞ্চ এবং একটি ডিভিশন বেঞ্চ পুর দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিল (Municipal Recruitment scam)।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের গ্রেফতারির সূত্রে পুর নিয়োগে দুর্নীতির বিষয় সামনে আসে। কেন্দ্রীয় এজেন্সি আদালতে জানায়, অয়নের সল্টলেকের অফিস থেকে যে নথি উদ্ধার হয়েছিল তাতেই পুর নিয়োগে দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে। তারপরই পৃথক এফআইআর দায়ের করে এই সিবিআইকে এই তদন্ত শুরুর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্য সরকার পিটিশন দাখিল করেছিল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে। সেখানেও সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকে।
তারপর বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চ যায় রাজ্য সরকার। কিন্তু সপ্তাহ দুয়েক আগে সেই ডিভিশন বেঞ্চও স্পষ্ট বলে দেয়, তদন্তে এখনই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। আগামী ৬ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক ছিল। তার আগেই সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার।
পুর দুর্নীতি নিয়ে এদিনই দফতরকে চিঠি পাঠিয়েছে ইডি। ঠিক তারপরেই জানা গেল সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। যা সামগ্রিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এখন দেখার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের স্বস্তি মেলে কিনা।
বাইরনের ব্যাপারে ঢুকতে চাইলেন না মমতা, বললেন ওটা ব্লক লেভেলের ব্যাপার