শেষ আপডেট: 6th June 2023 08:53
দ্য ওয়াল ব্যুরো: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর হাইকোর্টের পৃথক বেঞ্চ ও সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরোধিতা করে আর্জি জানিয়েছিল। কিন্তু তা খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্ট ওই মামলাকে হাইকোর্টে পাঠিয়ে দেয়। মঙ্গলবার হাইকোর্টের প্রধানবিচারপতির এজলাসে মামলা করে রাজ্য। সেই মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরে গ্রীষ্মাবকাশে বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে আর্জি জানায় রাজ্য। কিন্তু সেখানেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকে।
অয়ন শীলকে গ্রেফতারের পর পুর নিয়োগে দুর্নীতির বিষয় সামনে আসে। ইডি আদালতে জানায়, অয়নের সল্টলেকের অফিস থেকে যে নথি উদ্ধার হয়েছে তাতে দেখা গিয়েছে বাংলার অন্তত ৬০টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৃথক এফআইআর দায়ের করে সিবিআইকে এই মামলায় তদন্তের নির্দেশ দেন।
এ নিয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, যদি কোনও অনিয়ম না-ই হয়ে থাকে তাহলে রাজ্যের এত এই বেঞ্চ, ওই বেঞ্চে দৌত্য চালানোর মানে কী? এখন দেখার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশের কোনও অদলবদল করে কি না।
মলয়ের ঘনিষ্ঠ শঙ্করকে দিল্লিতে ডাক ইডির, কয়লা মামলায় একের পর এক তলব