শেষ আপডেট: 7th June 2023 08:32
দ্য ওয়াল ব্যুরো: প্রায় বছর ঘুরতে চলল পার্থ চট্টোপাধ্যায় জেলে। তাঁর সময়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে যাঁরা ছিলেন একএকজন কিংবদন্তী—সেই মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহারাও জেলে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে যখন তোলপাড় বাংলার রাজনীতি তখন ববি হাকিমের পুর ও নগরোন্নয়ন দফতরে বুধবার আগ্রাসী অভিযানে নেমে পড়ল সিবিআই (CBI)। সৌজন্যে অয়ন শীলের নথি আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর সেই নির্দেশ নিয়ে ডিভিশন বেঞ্চ, অবকাশকালীন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ঘুরে এসেছে রাজ্য সরকার। কিন্তু নির্দেশের বদল হয়নি। মঙ্গলবার ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকার আর্জি জানিয়েছে, এই সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি সেই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পাঠিয়েছে। তারপর দেখা গেল রাজ্যের ১৪টি জায়গায় হানা দিয়েছে সিবিআই।
শান্তিপুর, পানিহাটি, কামারহাটি, উত্তর ও দক্ষিণ দমদম, কাঁচরাপাড়া, চুঁচুড়া-সহ ১৩টি পুরসভা ও সল্টলেকের নগরোন্নয়ন ভবনেও হানা দিয়েছে সিবিআই। এই অভিযান যখন চলছে তখন রাজ্য সরকার বুধবার দুপুরে ফের একবার হাইকোর্টের দরজায় কড়া নেড়ে আর্জি জানিয়েছিল, দ্রুত শুনানি করার জন্য। কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে সম্ভব নয়।
জানা যাচ্ছে পানিহাটি, কামারহাটি-সহ বিভিন্ন পুরসভায় আলমারি ভেঙে নথি সংগ্রহ করছে কেন্দ্রীয় এজেন্সি। আর এই অভিযান যখন চলছে তখন মন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ‘সিবিআই ত্রাস তৈরি করার চেষ্টা করছে।’
শুধু তাই নয়। ববি এও বলেছেন, “যদি কোনও অনিয়ম হয়ে থাকে তাহলে যাঁরা দোষী তাঁরা শাস্তি পাবে।” তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বলা হচ্ছে, এই নিয়োগে অনিয়ম হয়েছিল আপনার সময়েই। জবাবে ববি বলেন, “আমার সময়ে মানেই কি আমি নাকি? এসব কথার কোনও গুরুত্ব নেই।”
ববির এই কথা শুনে অনেকেই পার্থর পুরনো কথা মনে পড়ছে। তখন সদ্য সদ্য বাগ কমিটির রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। তাতে পার্থর সময়কে নিশানা করেছিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের নেতৃত্বাধীন কমিটি। সেই সময়ে পার্থ বলেছিলেন, “সে তো মুঘল আমলেও কত কিছু হয়েছিল। তাতে কী এসে গেল!”
সন্দেহ নেই শিক্ষক নিয়োগ দুর্নীতির পর পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের অভিযান শাসকদলকেও আন্দোলিত করছে। তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় বলছেন, পাড়ায় পাড়ায় সিবিআইকে পাঠিয়ে লন্ডভন্ড করতে চাইছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘সব যদি ঠিক হয়, তাহলে এত চিন্তা কীসের।’
এখন দেখার, কী করে সিবিআই। কোন পথে এগোয় তদন্ত।
পুর নিয়োগ দুর্নীতিতে মেগা অভিযান সিবিআইয়ের, হাইকোর্টে স্বস্তি মিলল না রাজ্যের