শেষ আপডেট: 25th March 2024 10:51
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ায় কনসার্ট হলে হামলার ঘটনার দায় স্বীকার করলেন তিন অভিযুক্ত। ৪ সন্দেহভাজনের মধ্যে ৩ জনকে আদালতে তোলা হয়। শুনানি চলাকালীনই দোষ স্বীকার করেছেন তিন অভিযুক্ত।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার জানিয়ে দিয়েছিলেন, মস্কোয় হামলাকারী চার সন্দেহভাজনই ধরা পড়েছেন। রাশিয়ার তরফে জানানো হয়েছে, ইউক্রেন সীমান্তের দিকে পালানোর চেষ্টা করছিলেন অভিযুক্তেরা। তখনই তাঁদের ধরে ফেলা হয়।
অভিযুক্ত চারজন হলেন—দালেরদসন মিরজোয়েভ, সাইদাকরামি মুরোদালি রাচাবালিজোদা, সামসিদিন ফারিদুনি এবং মোহাম্মদসোবির ফায়জোভ। রবিবার তাঁদের রাশিয়ার একটি আদালতে তোলা হয়েছে। সেখানেই শুনানি চলাকাকীন তাঁরা দোষ স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রের খবর। রুশ সংবাদমাধ্যমের দাবি, চার আততায়ী তাজিকিস্তানের বাসিন্দা। অভিযুক্তেরা সকলেই গোষ্ঠীবদ্ধভাবে সন্ত্রাসবাদী হামলা চালানোর সঙ্গে জড়িত।
গত শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোতে একটি বড় কনসার্ট হলের ভেতরে একদল বন্দুকধারীর হামলা চালায়। ঘটনাটিতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা মস্কোর উপকণ্ঠে ক্রাসনোগর্স্কে 'খ্রিস্টানদের' একটি বিশাল সমাবেশে হামলা চালিয়েছে, শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে মস্কোর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি মিউজিক হল ক্রোকাস সিটি হলে। যারা মারা গেছেন এবং আহত হয়েছেন তাঁরা রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের একটি পারফরম্যান্স দেখতে হলে গিয়েছিলেন। আক্রমণকারীরা প্রথমে গুলি চালায়, তারপর একটি গ্রেনেড এবং অগ্নিসংযোগকারী বোমা ছোড়ে। রাশিয়ান মিডিয়া এবং টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওগুলিতে রাইফেল হাতে দুজন লোককে অনুষ্ঠানস্থলের মধ্য দিয়ে যেতে দেখা যায়। অন্য আরেকটি ভিডিওতে চারজন আক্রমণকারীকে অ্যাসল্ট রাইফেল হাতে হামলা চালাতে দেখা গিয়েছিল।