শেষ আপডেট: 30th August 2024 11:55
দ্য ওয়াল ব্যুরো: মলিউডে পুরুষ অভিনেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক যৌন হয়রানির একের পর এক অভিযোগ উঠছে গত কয়েকদিন ধরেই। একের পর এক অভিনেত্রীও সেই অভিযোগের সপক্ষে মুখ খুলতে শুরু করেছেন। মলিউড পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের হয়েছিল। এবার মলিউড অভিনেতা জয়সূর্যের নামে দ্বিতীয় এফআইআর দায়ের হল।
সম্প্রতি হেমা কমিটির রিপোর্টে মালয়ালম সিনেমার অন্তরালে দিনের পর দিন চলতে থাকা মহিলা শিল্পীদের উপর প্রভাবশালী নায়ক, পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকদের যৌন হেনস্থার জ্বলন্ত সত্য চোখের সামনে চলে এসেছে। এই আবহে কেরল পুলিশ নিশ্চিত করেছে ভারতীয় পেনাল কোডের ৩৫৪, ৩৫৪এ(এ১)(১) ৩৫৪ডি ধারায় অভিনেতা জয়সূর্যের নামে দ্বিতীয় এফআইআর দায়ের হয়েছে। বয়ান রেকর্ড করার পর অভিনেতার নামে এফআইআর রেজিস্টার করা হয়। থিরুঅনন্তপুরমে দায়ের হওয়া এই এফআইআর থোরুপুজা থানায় পাঠানো হয়।
অন্যদিকে আর এক অভিনেত্রী মিনু মুনির সোমবার প্রখ্যাত তারকা এম মুকেশ এবং জয়সূর্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, 'মুকেশ, মনিয়ানপিল্লা রাজু, ইডাবেলা বাবু এবং জয়সূর্য শারীরিক ও মানসিকভাবে তাঁকে হেনস্তা করেছেন। ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে একটি সিনেমার শ্যুটিং সেটে। এক সংবাদমাধ্যমকে বলেন, আমি বাথরুম থেকে বেরোতেই জয়সূর্য পিছন থেকে আমাকে জাপটে ধরেন। এবং আচমকাই আমায় চুমু খান। এইভাবে এই চারজন দফায় দফায় তাঁর শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ করেছেন মুনির।'
অভিনেত্রী গীতা বিজয়নও পরিচালক তুলসীদাসের বিরুদ্ধে আপত্তিজনক আচরণের অভিযোগ আনেন। বিচারপতি কে হেমা কমিটির রিপোর্টের পর সরকার পদক্ষেপ করেছে। দুই বিশিষ্ট লোকের ইস্তফার পর কেরল সরকার সাত সদস্যের একটি তদন্ত দল গঠন করে। আইজির নেতৃত্বে এই টিমে রাখা হয়েছে চার মহিলা আইপিএসকে।