শেষ আপডেট: 10th June 2024 00:23
দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ বাক্য পাঠ করেছেন ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী। ৭১ জনের এই মন্ত্রিসভায় মহিলা সদস্য ক'জন? তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে।
জানা যাচ্ছে, এবারে মোদীর মন্ত্রিসভায় ৭১ জন সদস্যের মধ্যে রয়েছেন সাতজন মহিলা। এদের মধ্যে পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন নির্মলা সীতারামন এবং অন্নপূর্ণা দেবী। বাকি পাঁচজন প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন।
গতবারে মোদীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৭৮ জন। তার মধ্যে ১১ জন মহিলা সাংসদকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছিল। শতাংশের হিসেবে তা প্রায় ১৪ শতাংশ ছিল। এবারে কমে দাঁড়িয়েছে প্রায় ১০ শতাংশ।
বিষয়টি সামনে আসতেই গতবারের মতো এবারেও মহিলা ইস্যুতে মোদীর নেতৃত্বাধিন এনডিএ সরকারকে বিঁধতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, 'বিজেপি মুখে যা বলে কাজে তা করে না। ওরা প্রচার করে, মোদীর জমানায় দেশের সর্বক্ষেত্রে নাকি মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়। সেটা যে কত বড় মিথ্যে মোদীর মন্ত্রিসভায় তার প্রমাণ।'
অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, 'দেশে মোদী সরকারের আমলেই সবচেয়ে বেশি মহিলা সাংসদ মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এই নজির আগে কেউ করতে পারেনি।'
নির্মলা সীতারামন এবং অন্নপূর্ণা দেবী ছাড়া মোদীর মন্ত্রিসভার বাকি পাঁচ মহিলা প্রতিমন্ত্রী কারা?
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এনডিএ-র শরিক দল আপনা দল (সোনেলাল)-এর নেত্রী তথা উত্তরপ্রদেশের সাংসদ অনুপ্রিয়া পটেল। কর্নাটকের বিজেপি নেত্রী-সাংসদ শোভা করন্দলজও এই নিয়ে পর পর দু'বার প্রতিমন্ত্রী হলেন।
প্রতিমন্ত্রী করা হয়েছে মহারাষ্ট্রের তিন বারের সাংসদ তথা প্রবীণ এনসিপি নেতা একনাথ খাড়সের পুত্রবধূ রক্ষা খাড়সকে। মধ্যপ্রদেশ থেকে প্রতিমন্ত্রী হিসেবে মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সাবিত্রী ঠাকুর। এছাড়াও প্রতিমন্ত্রী করা হয়েছে গুজরাতের ভাবনগর কেন্দ্রের বিজেপি সাংসদ নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়াকে।