শেষ আপডেট: 30th March 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের মুখে নির্বাচনী বন্ড বাবদ আরও দশ হাজার কোটি টাকা তোলার অনুমতি দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করায় ওই বন্ড আর বাজারে ছাড়েনি স্টেট অফ ইন্ডিয়া। সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে।
আদালত বন্ড নিয়ে হস্তক্ষেপ না করলে ওই দশ হাজার কোটি টাকা এবারের লোকসভা ভোটে ব্যয় করা হত, এতে কোনও সন্দেহ নেই। যেমন সংশয় নেই বেশিরভাগ টাকাই যেত বিজেপির ঘরে। দেশের শীর্ষ আদালত বন্ড মারফত থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারির আগে পর্যন্ত দেখা গিয়েছে ওই। খাতে জমা হওয়া টাকার অর্ধেকের সামান্য কম অর্থ জমা পড়েছে বিজেপির তহবিলে।
সরকারি সূত্রের খবর, ২০১৮-তে ইলেক্টোরাল বন্ড চালুর পর থেকে ২০২৪ - আদালত নিষেধাজ্ঞা জারির পর থেকে মোট ষোলো হাজার কোটি টাকার বন্ড বিক্রি করেছে এসবিআই। ছয় হাজার কোটির সামান্য কম অর্থ জমা পড়েছে বিজেপির তহবিলে।
লোকসভা নির্বাচনে এবার প্রার্থীরা সর্বোচ্চ ৯৫ লাখ টাকা খরচ করতে পারবেন। ৪০ লাখ টাকা খরচ করা যায় বিধানসভা ভোটে। ২০১৯-এ এই অঙ্ক ছিল যথাক্রমে ৭৪/লাখ ও ২৮ লাখ টাকা। অবশ্য, ছোট ও কেন্দ্র শাসিত রাজ্যে টাকার অঙ্ক কম।
লক্ষণীয় হল, প্রার্থীদের খরচের উপর ঊর্ধ্বসীমা থাকলেও পার্টির খরচের উপর কোনও বিধিনিষেধ নেই। রাজনৈতিক দল যত ইচ্ছে খরচ করতে পারে। ফলে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও দশ হাজার কোটির ব্যান্ড বাজারে ছাড়লে সেই টাকাও আসন্ন ভোটে খরচ হত সন্দেহ নেই।