ডেরেক ও ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 4th August 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় বিজেপি হারের পর থেকে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ব্রিগেডের জনগর্জন সভা থেকে এ ব্যাপারে মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এও বলেছিলেন, ১০০ দিনের কাজে বাংলাকে ২০২১ সালের পর মোদী সরকার ১ পয়সা দিয়েছে প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।
রবিবা্র ছুটির সকালে সোশ্যাল মাধ্যমে টুইটে করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন দাবি করেছেন, বাংলার সঙ্গে কেন্দ্র যে বঞ্চনা করেছে তা এবার সংসদে স্বীকার করে নিল কেন্দ্রের সরকার।
টুইটে ডেরেক লিখেছেন, 'অবশেষে ! মোদী সরকার সংসদে স্বীকার করেছে যে বাংলাকে মনরেগা তহবিলের জন্য শূন্য (কোনও টাকা দেওয়া হয়নি) দেওয়া হয়েছে। এব্যাপারে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অভিষেক। রাজ্যসভায় অবশেষে তা স্বীকার করে নিল মোদী সরকার।"
????????????????????????????????
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 4, 2024
Finally! Modi Govt admits inside Parliament that BENGAL'S BEEN GIVEN ZERO for MNREGA funds@abhishekaitc @AITCofficial have been demanding a White Paper to prove what BJP govt has paid Bengal since loss in 2021 Elections
Here????proof from answer in Rajya Sabha pic.twitter.com/E8rExjL4AA
সঙ্গে রাজ্যসভার একটি চিঠিও টুইটে যোগ করেছেন ডেরেক। যাতে দেখা যাচ্ছে দেশের অন্যান্য রাজ্য ১০০ দিনের প্রকল্পে টাকা পেলেও বাংলার পাশে কোনও বরাদ্দ অঙ্কের উল্লেখ নেই অর্থাৎ বাংলাকে কোনও টাকা দেওয়া হয়নি।
সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বাজেটের ওপর দীর্ঘ ৫৩ মিনিটের ভাষণেও বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক এও বলেছিলেন, "আপনারা বাংলাকে কোন খাতে কত টাকা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করুন। তা হলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে।"
এদিনের টুইটে ডেরেক দাবি করেছেন, কেন্দ্রের সরকারের তরফে রাজ্যসভায় যে নথি পেশ করা হয়েছে, সেখানে ১০০ দিনের প্রকল্পে বাংলাকে ২০২১ সালের পর থেকে কোনও টাকা দেয়নি কেন্দ্র।