শেষ আপডেট: 6th July 2021 15:07
দ্য ওয়াল ব্যুরো: উনিশ সালে কেন্দ্রে দ্বিতীয় বার নরেন্দ্র মোদী সরকার গঠনের সময়েই অনেকে আন্দাজ করেছিলেন যে বাংলায় থেকে অন্তত তিন বা চারজন সাংসদকে মন্ত্রী করবেন বিজেপি নেতৃত্ব। কিন্তু শেষমেশ দেখা যায়, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ছাড়া কারও কপালে শিঁকে ছেড়েনি। বিজেপি শীর্ষ সূত্রে বলা হয়, বাংলায় যাঁরা জিতেছেন, বাবুল ব্যতিরেকে সকলেই প্রথম বার সাংসদ। অভিজ্ঞতা কম। মধ্যমেয়াদে এঁদের মধ্যে থেকে আরও এক জন বা দু’জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা হতে পারে। সেই সন্ধিক্ষণ আসন্ন। বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন প্রধানমন্ত্রী। এখন কৌতূহলের বিষয় হল, বাংলা থেকে কাদের বেছে নিচ্ছেন মোদী-শাহরা। মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখায় সময় পর্যন্ত সুস্পষ্ট ভাবে তা সাউথ ব্লক তথা প্রধানমন্ত্রীর সচিবালয় জানায়নি। তবে নর্থ ব্লক সূত্রে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদলে সমস্ত রকম আঞ্চলিক প্রতিনিধিত্বের কথা মাথায় রাখা হচ্ছে। সরকারের সেই পদস্থ কর্তাকে দ্য ওয়ালের তরফে প্রশ্ন করা হয়, তা হলে কি বাংলাতেও উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে অন্তত এক জন করে মন্ত্রী হতে পারেন। জবাবে তিনি বলেন, সেটাই সঙ্গত হতে পারে। মন্ত্রিসভার রদবদলের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর মধ্যে বিশেষ ফারাক নেই। এ ব্যাপারে দুজনেই গোপনীয়তা রক্ষা করে চলেন। তবে এও ঠিক যে, শেষমেশ কিছু ইঙ্গিত পাওয়াই যায়। সাউথ ব্লকের এদিনের ইঙ্গিত অনুযায়ী বাংলা থেকে অন্তত আরও দু’জনকে মন্ত্রী করা হতে পারে কেন্দ্রে। বিজেপি সূত্রের মতে, যে হেতু উত্তরবঙ্গে বিজেপির জনভিত্তি আগের তুলনায় অনেক মজবুত হয়েছে এবং সেখানে দল নির্বাচনী সাফল্য পেয়েছে, তাই অবধারিত ভাবেই উত্তরবঙ্গের এক বিজেপি সাংসদকে দেখা যেতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এ ব্যাপারে নিশীথ প্রামাণিক ও জন বার্লার নাম আলোচনায় বা জল্পনা রয়েছে। নিশীথ বয়সে তরুণ, কিন্তু অভিজ্ঞতায় নবীন। তুলনায় জন বার্লা বহুদিনের নেতা। সেই সঙ্গে জনজাতি প্রতিনিধি। দক্ষিণবঙ্গ থেকে সম্ভাব্যদের মধ্যে দুজনের নাম নিয়ে জল্পনা রয়েছে বিজেপির অন্দরে। এক, শান্তনু ঠাকুর এবং দুই জগন্নাথ সরকার। শান্তনু মতুয়া সমাজের প্রতিনিধি। উনিশের পর একুশের ভোটেও মতুয়া ভোট ভালরকম পেয়েছে বিজেপি। সেদিক থেকে শান্তনুর মন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করছেন অনেকে।