শেষ আপডেট: 10th June 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো: মোদী মন্ত্রিসভা ৩.০ শপথ নেওয়ার পরে সবে একদিন কেটেছে। তার মধ্যেই সেই মন্ত্রিসভার নতুন সদস্য সুরেশ গোপীকে নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক মহলে। কারণ কেরলের এই নবনির্বাচিত সাংসদ শপথের পরেই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করে বসেছেন, তিনি মন্ত্রিত্ব চান না। তাড়াতাড়িই মুক্তি দেওয়া হবে তাঁকে।
স্বাভাবিক ভাবেই এই নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা। যদিও গোপী দাবি করেছেন, মিডিয়ার রিপোর্ট অসম্পূর্ণ। তিনি মন্ত্রিত্ব ছাড়তে চান ঠিকই, কিন্তু সাংসদ হিসেবে মোদীর নেতৃত্বে কাজ করতে চান। কেরলের উন্নয়নও চান তিনি।
এই নিয়ে এক্স হ্যান্ডেলে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন গোপী।
A few media platforms are spreading the incorrect news that I am going to resign from the Council of Ministers of the Modi Government. This is grossly incorrect. Under the leadership of PM @narendramodi Ji we are committed to the development and prosperity of Kerala ❤️ pic.twitter.com/HTmyCYY50H
— Suressh Gopi (@TheSureshGopi) June 10, 2024
ওই সাক্ষাৎকারে সুরেশকে বলতে শোনা গিয়েছিল, 'সাংসদ হিসেবে কাজ করাই আমার লক্ষ্য, আমি আর কিছু চাই না। আমার পদ চাই না। শিগগিরি এই পদ থেকে নিষ্কৃতি দেওয়া হবে আমাকে। তবে তাতে ত্রিচূড়ের বাসিন্দাদের কোনও সমস্যা হবে না। আমি একজন সাংসদ হিসেবে ওঁদের জন্যই কাজ করব। আমাকে আমার ছবির কাজও করতে হবে।'
প্রসঙ্গত, সুরেশ গোপী একজন অভিনেতা, টিভি সঞ্চালক এবং প্লেব্যাক গায়ক। সিপিআইয়ের প্রতিদ্বন্দ্বী সুনীল কুমারকে ৭৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ৬৫ বছর বয়সি এই রাজনীতিক। কিন্তু তিনি জানিয়ে দিলেন, মন্ত্রী নয়, সাংসদ হিসেবেই কাজ করতে চান তিনি। অনেকেই মনে করছেন, বাড়তি দায়িত্ব এড়ানোর জন্যই একথা বলেছেন গোপী। কারণ মন্ত্রিত্ব সামলে অভিনয় চালিয়ে যাওয়া সহজ হবে না তাঁর পক্ষে। তাই শপথ নেওয়ার পরেই নিজের ইচ্ছের কথা বলে দিয়েছেন তিনি।