শেষ আপডেট: 30th June 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাইক বাজানো নিয়ে বচসা চলছিল। ভিড়ের মধ্যে থেকে বাইক নিয়ে যাওয়ার সময়ে এক গ্রামবাসীর গায়ে সামান্য ধাক্কা লেগেছিল। এটাই ছিল অপরাধ। এই ঘটনার জেরে এক তরুণকে পিটিয়ে মারার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। মৃতের নাম আশিস বাউল। ২৬ বছরের ওই তরুণ দ্বারবাসিনীর গরুই গেড়ে গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিষহরিতলার মেলা দেখে বন্ধুদের সঙ্গে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন আশিস। বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে গ্রামবাসীদের মধ্যে গন্ডগোল চলছিল। ভিড় জমেছিল রাস্তার মাঝখানে। ওই ভিড়ের মধ্যে থেকে বাইক নিয়ে যাওয়ার সময়ে এক গ্রামবাসীর গায়ে ধাক্কা লাগে। গ্রামের একাংশের সঙ্গে আশিসদের তর্কাতর্কি শুরু হয়।
তরুণের পরিবারের অভিযোগ, আশিসকে বাইক থেকে কলার ধরে টেনে নামিয়ে তখন মারধর করা হয়। রাস্তায় ফেলে তাঁর বুকে লাথি মারা হয়েছে। আশিসের বন্ধুরা কোনওরকমে প্রাণ বাঁচিয়ে বাড়ির দিকে পালিয়ে যেতে পারলেও আশিস সেখানে মার খেতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে বাড়ি পাঠায় গ্রামেরই কয়েকজন বাসিন্দা।
আত্মীয়রা জানিয়েছেন, সেদিনই গভীর রাতে বুকে ব্যথা উঠেছিল আশিসের। রক্ত বমি শুরু হয় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা আশিসকে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করাতে দীর্ঘক্ষণ সময় লেগে যায়। এদিকে আশিসের শারীরিক অবস্থা ক্রমশ সংকটজনক হয়ে উঠতে থাকে। তাই বাধ্য হয়ে তাঁকে কল্যানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আত্মীয়রা। কিন্তু পথেই আশিসের মৃত্যু হয়। রবিবার মৃতদেহ ময়নাতদন্ত হবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
মৃতের বাবা বিকাশ বাউলের অভিযোগ, কেন ছেলেকে মারা হল, সেকথা জিজ্ঞাসা করতে গেলে তাঁকেও মারধর করেছিল অভিযুক্তরা। মৃতের পরিবার বন্ধুরা অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন। ইতিমধ্যেই পান্ডুয়া পুলিশ ঘটনায় অভিযুক্ত লাল্টু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।