শেষ আপডেট: 8th March 2023 11:15
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গোপনে নাবালিকা মেয়ের বিয়ে (Minor Marriage) দিয়েও শেষ রক্ষা হল না। বিয়ের আসর থেকে বর সমেত শ্বশুর ও মেয়ের বাবাকে তুলে গিয়ে গেল পুলিশ (Police)। আন্তর্জাতিক নারী দিবসে এই ঘটনা প্রকাশ্য আসতেই আলোড়ন তৈরি হয়েছে।
মঙ্গলবার রাতে বসিরহাটের হাসনাবাদ থানার বিশপুর গ্রামের ১৭ বছরের মেয়ের বিয়ে আসর বসেছিল। দরিদ্র পরিবারের ওই নাবালিকার বাড়ির হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি গ্রামে। বাবা ভাগচাষি।নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় মেয়ের পড়াশোনার খরচ জোগানো দরিদ্র বাবার পক্ষে সম্ভব ছিল না। তাই বিশপুরের বাসিন্দা এক ২১ বছরের যুবকের সঙ্গে নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেন তিনি। ওই অঞ্চলেই রয়েছে নাবালিকার মামারবাড়ি। বিয়েতে যাতে কোনও আইনি বাধা না আসে, তাই সকলের অজান্তেই মেয়ের মামারবাড়িতেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
যদিও গোপনসূত্রে খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে হাজির হন কন্যাশ্রী দফতরের আধিকারিক প্রণব মুখোপাধ্যায়। যদিও পুলিশ পৌঁছনোর আগেই মেয়েটির বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল। তাই নাবালিকার স্বামী, শ্বশুর ও বাবাকে গ্রেফতার করে পুলিশ।
কন্যাশ্রী দফতরের আধিকারিক প্রণববাবু জানান, নাবালিকার বয়স ১৭ বছর। নাবালিকার মেয়ের বিয়ে আইনত অপরাধ জেনেও দুই পরিবারই মেয়ের বিয়ে ঠিক করেছিল। তাই এই ঘটনায় মেয়েটির স্বামী, শ্বশুর, বাবাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ওই নাবালিকা যাতে পড়াশোনা চালাতে পারে সেবিষয়ে দিকে নজর রাখবে প্রশাসন। মেয়েটি যাতে কন্যাশ্রী ও রূপশ্রী পায়, তারও ব্যবস্থা করবে। বুধবার বসিরহাট মহকুমা আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরে জিম ট্রেনারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ভারতীয় যুবক