শেষ আপডেট: 14th August 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল নিউজের সাবক্রিপশনে জিএসটি রদ অথবা তা কমানোর আর্জি জানাল তথ্য-সম্প্রচার মন্ত্রক। সম্প্রতি মন্ত্রকের তরফে রাজস্ব দফতরকে লেখা এক চিঠিতে ডিজিটাল নিউজের উপর থেকে জিএসটি ছাড়ের আবেদন জানানো হয়। যদি একান্তই তা সম্ভব না হয়, তাহলে ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে।
কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রাকে তথ্য-সম্প্রচার সচিব সঞ্জয় জাজু একটি চিঠিতে লেখেন, সংবাদপত্র জিএসটির আওতার বাইরে। কারণ সত্যনির্ভর বাস্তব তথ্য যাতে ভারতের মানুষের কাছে সার্থকভাবে পৌঁছাতে পারে। এর তাৎপর্য এটাই। অন্যদিকে অনলাইন নিউজ ক্ষেত্রে করের বোঝা তাকে বিজ্ঞাপনের মডেলের পথে ঘুরিয়ে দিতে পারে। যার ফলে সংবাদ পরিবেশনা, সংবাদের গুণ এবং বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলবে বলে মনে করা হয়েছে চিঠিতে।
পত্রে আরও বলা হয়েছে, দিন দিন ভারতে ইন্টারনেট যুগ বেড়ে উঠছে। পাশাপাশি অনলাইন নিউজ ইন্ডাস্ট্রিরও ক্রমাগত শ্রীবৃদ্ধি হচ্ছে। তাই তথ্য-সম্প্রচার মন্ত্রকের রাজস্ব সচিবের কাছে অনুরোধ, জিএসটি নিয়ে সংবাদপত্র ও ডিজিটাল অথবা অনলাইন নিউজ সাবক্রিপশনের মধ্যে বৈষম্য দূর করা হোক। হয় অনলাইন নিউজের ক্ষেত্রে জিএসটি মকুব করা হোক। অথবা চলতি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হোক।
২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর তথ্য মন্ত্রক জিএসটি নিয়ে সংবাদপত্র ও ডিজিটাল মাধ্যমের বৈষম্য দূর করার সুপারিশ করেছিল বলে তারা চিঠিতে জানিয়েছে। চলতি বছরের ৫ জুন রাজস্ব বিভাগ একটি অফিস মেমোতে জানায়, ২০২৩ সালের ১১ জুলাই জিএসটি বৈঠকে বিষয়টি আলোচিত হলেও এনিয়ে কোনও সুপারিশ দেয়নি জিএসটি কাউন্সিল। প্রসঙ্গত, ছাপানো বই ও ই-বুকের ক্ষেত্রেও এই বৈষম্য রয়েছে।