শেষ আপডেট: 1st February 2021 07:49
দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্ক ভুলে কেন্দ্র সরকারের নয়া নির্দেশিকা, মাঠে একশো শতাংশ দর্শক নিয়েই খেলা সংগঠন করতে অসুবিধে নেই। কেন্দ্র ও যুবকল্যাণ মন্ত্রকের এই ঘোষণার পরে চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সরগরম হতে চলেছে। প্রথমে বলা হয়েছিল, ভারত-ইংল্যান্ডের প্রথম দুটি টেস্টে বিনা দর্শকে খেলা হবে। সেই কারণে বিসিসিআই টিকিট ছাপেওনি। এমনকি অনলাইনেও টিকিট বিক্রয় বন্ধ ছিল। কিন্তু কেন্দ্রের আচমকা ঘোষণায় বিসিসিআই নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। তারা ইতিমধ্যেই তামিলনাড়ু ক্রিকেট সংস্থাকে জানিয়েছে, টিকিট বিক্রয় করতে সমস্যা নেই। গত বছর মার্চ মাসে করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি হয় লকডাউন। বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত খেলাধূলা। এরপর করোনা পরবর্তী যুগে ফুটবল-ক্রিকেট শুরু হলেও স্টেডিয়ামে দর্শক প্রবেশের কোনও অনুমতি ছিল না। আইপিএল কিংবা আইএসএলও হয় ফাঁকা গ্যালারিতে। চলতি আইএসএলেও তা বজায় রয়েছে। এই ঘোষণার পরে শেষদিকে আইএসএলের ক্ষেত্রে নিয়ম বদল হবে কিনা সেটি জানা যায়নি। আউটডোর গেমের ক্ষেত্রে ভরা গ্যালারি থাকলেও ক্ষতি নেই, কিন্তু ইন্ডোর গেমে ৫০ শতাংশ ফাঁকা রাখতে হবে। তবে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিলেও যেহেতু করোনা পুরোপুরি দূর হয়নি, তাই একাধিক বিধিনিষেধও আরোপ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে আউটডোর গেমসের ক্ষেত্রে স্টেডিয়ামগুলোয় ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। প্রত্যেককে অবশ্য কোভিড বিধি মানতে হবে। পরিস্থিতির দিকে নজর রাখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় পরিবার কল্যাণ মন্ত্রক। বড় ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে প্রবেশ এবং বাইরে বেরোনোর হওয়ার পথে অতিরিক্ত ভিড় যাতে না হয়, সেজন্য সিসিটিভি ক্যামেরায় সর্বদা নজরদারি চালাতে হবে। এছাড়া গঠন করতে হবে কোভিড টাস্ক ফোর্স। যাতে তাঁরা অ্যাথলিট এবং তাঁদের সাপোর্ট স্টাফদের ঠিকমতো সাহায্য করতে পারে। এছাড়া খেলোয়াড়দেরও অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে তাতে। তারপরেও সাধারণ মানুষরা এতেই উৎফুল্ল। কারণ ভারতের টেস্ট তো রয়েইছে, পাশাপাশি আইপিএল কিংবা ফুটবল ম্যাচও তাঁরা দেখতে পারবেন মাঠে গিয়ে দলবেঁধে।