শেষ আপডেট: 15th May 2024 17:21
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার প্রথমবার ১৪ জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দিল। নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে এই ১৪ জনের হাতে এদিন নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হল। গত ২০১৯ সালে সংসদে এই বিতর্কিত আইন পাশ হলেও গত মার্চে তার বিজ্ঞপ্তি জারি হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা কয়েকজনের হাতে শংসাপত্র তুলে দেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রথম দফায় ৩০০ জনকে এই শংসাপত্র দেওয়া হবে। ভাল্লা শংসাপত্র দেওয়ার সময় আবেদনকারীদের শুভেচ্ছা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে প্রথম ধাপের নাগরিকত্ব শংসাপত্র আজ দেওয়া হল। স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা নয়াদিল্লিতে কয়েকজন আবেদনকারীর হাতে বৈধ নাগরিকত্বের কাগজপত্র তুলে দেন। ওই অনুষ্ঠানে সরকারি পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থাকে বলেন, সিএএর আইনবলে বুধবার মোট ৩০০ জনকে নাগরিকত্বের নথি তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিজেপির লোকসভা ভোটের ইস্তাহারেও নাগরিকত্ব প্রদানের ইস্যুটি ছিল। কিন্তু, ভোট চলাকালীনই শংসাপত্র প্রদানের কাজ শুরু হয়ে যাবে এটা ভাবতে পারেনি বিরোধী দলগুলিও।