শেষ আপডেট: 22nd May 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: দেশের বিভিন্ন স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর পর এবার খোদ রাজধানীর বুকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সদর দফতরে বোমা রাখা হয়েছে বলে হুমকি মেইল এল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে রওনা দিয়েছে বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী। তন্নতন্ন করে খোঁজ চলছে সত্যিই বোমা রাখা আছে কিনা।
দেশের বিভিন্ন প্রান্তে কিছুদিন ধরেই একের পর এক স্কুল, বিমানবন্দর, হাসপাতাল এবং জেলে বোমা রয়েছে বলে মেল আসছে। তল্লাশি চালানোর পর কোথাও কিছুই মেলেনি। দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়ানোয় পড়ুয়াদের সেখান থেকে সরিয়ে ফেলা হয়। অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক।
মে মাসের প্রথম দিনই আতঙ্ক ছড়িয়েছিল দিল্লি-নয়ডার একাধিক স্কুলে। বোমা মেরে স্কুলগুলি উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। সেই একই আতঙ্ক তৈরি হয় গুজরাতের আমেদাবাদে। সেখানের একাধিক স্কুলেও বোমাতঙ্ক ছড়ায়। দিল্লির মতোই সেখানকার বিভিন্ন স্কুলগুলি হুমকি মেইল পাঠানো হয়েছে।
১ মে দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে অন্তত ১০০টি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল। কারা, কোথা থেকে এই মেইল পাঠাচ্ছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। দিল্লির ঘটনায় পুলিশের সন্দেহ ছিল আতঙ্ক ছড়ানোর পিছনে ইসলামি জঙ্গিদের হাত থাকতে পারে। কারণ যে মেলে হুমকি পাঠানো হয়েছিল, তাতে সাওয়ারিম বলে একটি শব্দ ছিল। 'সাওয়ারিম' একটি আরবি শব্দ। যার অর্থ তলোয়ারের সংঘর্ষ। ইসলামিক স্টেট ২০১৪ সাল থেকে এই শব্দটি ব্যবহার করে আসছে।
এরপর ১২ ও ১৪ মে দিল্লির মোট ১০টি হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি আসে। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা এই হুমকির ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে, এ ধরনের মেল পাঠানো হয় ভিপিএন কানেকশন থেকে। যাতে প্রেরকের সঠিক আইপি অ্যাড্রেস গোপন থাকে। সব হুমকি একই জায়গা থেকে পাঠানো হচ্ছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।