শেষ আপডেট: 14th June 2024 19:14
দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তার কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সূত্রের খবর, ভোট মিটে যাওয়ার পরও বাংলায় কীভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে অমিত শাহের দফতর থেকে। জানতে চাওয়া হয়েছে, সন্ত্রাসে আক্রান্তের সংখ্যা কত। কোন কোন এলাকার কতগুলি পরিবার ঘরছাড়া রয়েছেন এবং এ ব্যাপারে প্রশাসন এখনও পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এদিন মাহিশ্বরী ভবনে ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাতের পর রাজভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বোস বলেন, "রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ। ভোট মিটলেও বাংলার অশান্তি থামেনি। নিরপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে।"
হিংসা ঠেকাতে এবারের লোকসভা ভোটে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। ভোট পরবর্তী সন্ত্রাস ঠেকাতে উপদ্রুত এলাকায় আরও ১৫ দিন বাহিনী রাখার কথা আগেই জানিয়েছিল কমিশন। বাহিনী চলে যাওয়ার পর হিংসার ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা।
সূত্রের খবর, উপদ্রুত এলাকায় বাহিনী আরও কিছুদিন রাখার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণও করেছে বিজেপি।
সম্প্রতি এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, "বাহিনী থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় মারধর, ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাহিনী চলে যাওয়ার পর দেখে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে কর্মী, সমর্থকদের।"
শুভেন্দুদের ওই অভিযোগের পরই অমিত শাহের দফতর এ ব্যাপারে রাজ্যের রিপোর্ট তলব করেছে বলে মনে করা হচ্ছে। যদিও ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য, ভোটে পরাজয়ের লজ্জা ঢাকতে বিজেপি মিথ্যে অভিযোগ এনে নজর ঘোরাতে চাইছে।