বিবস্ত্র করে মহিলাকে মার, ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় মহিলা কমিশন
শেষ আপডেট: 30th June 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। মহিলার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। রবিবার তাঁরা অভিযোগকারিণীর সঙ্গে কথা বলেন। এরপরেই কান্নায় ভেঙে পড়েছেন মহিলার দিদি। কারণ এই ঘটনায় জড়িত সন্দেহে মহিলার জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
মহিলার দিদি জানিয়েছেন, অভিযোগকারিণী বোন বিজেপি সমর্থক। তাঁরা তৃণমূল করেন। তিনি বলেন, "বোনকে যখন মারধর করা হচ্ছিল, তখন আমার স্বামী তাকে বাঁচাতে গিয়েছিল। সেই ছবি তুলে রেখেছিলেন। কিন্তু ওই ছবির জন্য আমার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।" মহিলা বলেন, "আমি পার্টি বুঝি না। অন্তরের টানেই বোনকে বাঁচাতে গিয়েছিলাম। চক্রান্ত করে আমার স্বামীর নাম জড়িয়ে দিয়েছে।"
পুলিশ জানিয়েছে, ঘাস কাটাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। তার থেকেই বিষয়টি সূত্রপাত। তিনজন মহিলার সঙ্গে অভিযোগকারিণীর বচসা হয়। তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। এর মধ্যে কোনও রাজনৈতিক কারণ নেই। যদিও নির্যাতিতার দাবি, মূলত তিনি বিজেপি করার অপরাধেই তাঁকে নগ্ন করে মারধর করা হয়েছে। ঘটনার দিন তাঁকে বিবস্ত্র অবস্থায় এক কিলোমিটার রাস্তা হাঁটানো হয়েছিল।
অ্যাডিশন্যাল পুলিশ সুপার জানিয়েছেন, এফআইআর দায়ের করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর-এ থাকা বাকি ৩ জনের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাটি স্পর্শকাতর। সেভাবেই তদন্ত চলছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানোর পরই বয়ান রেকর্ড হয়। তবে এর পিছনে কোনও রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণ নেই।