শেষ আপডেট: 22nd August 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে ফুল ফুটিয়েছেন ভারতীয়রা। তবে সবথেকে বেশি চর্চা যাদের নিয়ে হচ্ছে তাঁরা হলেন নীরজ চোপড়া এবং মনু ভাকর। একজন জ্যাভলিনে রুপোর পদক জিতেছেন, আর অন্যজন শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন। তাও আবার একটি নয়, দুটি। একই অলিম্পিক্সে দুটি পদক জিতে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকর। আর অলিম্পিক্স শেষ হওয়ার পর নিজেদের ব্র্যান্ড ভ্যালুও চড়চড় করে বাড়িয়ে ফেলেছেন দুজন।
ব্র্যান্ড ভ্যালুতে একাধিক ভারতীয় ক্রিকেটারকেও ছাড়িয়ে গেছেন নীরজ চোপড়া। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে নীরজের ব্র্যান্ড ভ্যালু ৩৩০ কোটি ছাড়িয়ে গেছে। অলিম্পিক্স শুরুর আগে ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সমতুল্য ব্র্যান্ড ভ্যালু ছিল নীরজের। এখন তাঁকে ছাড়িয়ে যেতে চলেছেন নীরজ। বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের বাদ রেখে তাঁর ব্র্যান্ড ভ্যালুই সবচেয়ে বেশি।
অন্যদিকে, প্যারিস অলিম্পিক্সের পর কার্যত জীবনটাই বদলে গেছে মনু ভাকরের। একের পর এক বিজ্ঞাপনের অফার আসছে তাঁর কাছে। ২২ বছরের এই তরুণী ইতিমধ্যেই এক ঠান্ডা পানীয় সংস্থার সঙ্গে ১.৫ কোটি টাকার চুক্তি করেছেন। রিপোর্ট বলছে, প্যারিস অলিম্পিক্সের আগে মনুর প্রতি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক ছিল প্রতি বছরে ২৫ লক্ষ টাকা। অলিম্পিক্সে দুটি মেডেল পাওয়ার পর সেই অর্থ কয়েকগুণ বেড়ে গেছে। ইতিমধ্যে অন্তত ৪০টি সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বলেও সূত্রের খবর।
সম্প্রতি সর্বভারতীয় মিডিয়াতে গুঞ্জন শুরু হয়, নীরজ চোপড়া এবং মনু ভাকর নাকি বিয়ে করতে চলেছেন! কারণ অলিম্পিক্স সমাপ্তি অনুষ্ঠানের দিনই দেখা গেছিল নীরজ চোপড়া ও মনু ভাকের একান্তে দু’জনের মধ্যে কথা বলছেন। নীরজকে দেখা গিয়েছে মাথা নিচু করে মনুর কথা শুনছেন। সেই ভিডিওর পাশেই দেখা গিয়েছে নীরজের সঙ্গে মনুর মা সুমেধা ভাকেরও কথা বলছেন। এমনকী তাঁদের মধ্যে কী আলোচনা হচ্ছে, সেটির অডিও শোনা গিয়েছে। যেখানে মনুর মা রুপো জয়ী জ্যাভলিন তারকাকে বলছেন, আমার মেয়ের তো বিয়ের সম্বন্ধ চলছে। তারপরেই দেখা গিয়েছে, মনুর মা নীরজের হাত নিজের মাথায় চেপে ধরেছেন। তাতেই ছড়ায় জল্পনা। পরে অবশ্য এই খবরকে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছে ভাকর পরিবার।