শেষ আপডেট: 11th August 2024 15:45
দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিক্সে এর থেকে ভাল ফল করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এবার পদকের সংখ্যা কমেছে। টোকিওতে ছিল সাতটি, এবার ছ’টি পদক পেল ভারত।
রবিবার অলিম্পিক্সের শেষদিন। এদিন ভারতীয় সময়ে রাত সাড়ে বারোটা থেকে প্যারিসে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে। ভারতের দুই পদকজয়ী মনু ভাকের ও হকির গোলরক্ষক পিআর শ্রীজেশ দেশের পতাকা বইবেন। উদ্বোধনীতে পতাকা ছিল পিভি সিন্ধু ও টেবল টেনিসের শরৎ কমলের হাতে।
সিন্ধু এবার নিরাশ করেছেন, তিনি কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। টিটি-তে শরতের ক্ষেত্রেও তাই, তিনি দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি। ভারত এবার সোনা পায়নি, বরং জ্যাভলিনে নীরজ চোপড়া রুপো জিতেছেন ৮৯.৪৫ মিটার বর্শা ছুড়ে।
ভারতের আরও একটি পদক আসতে পারে, যদি ভিনেশ ফোগতকে রুপো দেওয়া হয়। তাঁর বিষয়টি আন্তর্জাতিক আদালতে জানানো হয়েছে। সোমবার সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
এদিন অবশ্য ভারতের পদক জয়ের কোনও সম্ভাবনা নেই। শনিবার কোয়ার্টার ফাইনালে উঠেও শীর্ষ বাছাইয়ের কাছে হারেন ভারতের কুস্তিগির ঋতিকা হুডা। মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে পদকের আশা ছিল। ঋতিকার প্রতিদ্বন্দ্বী যদি ফাইনালে যেতেন, তাহলে ব্রোঞ্জ জয়ের একটা সুযোগ থাকত। কিন্তু ঋতিকার বিরুদ্ধে জয়ী কুস্তিগির সেমিফাইনালে উঠে আর এগতে পারেননি।
গলফের ফাইনাল রাউন্ড ছিল ভারতীয় মহিলাদের। সেখানে অদিতি অশোক এবং দীক্ষা ডাগর যথাক্রমে ২৯তম এবং ৪৯তম স্থানে শেষ করেছেন। বেঙ্গালুরুর মেয়ে অদিতি নিয়ে ভারতের আশা ছিল, তিনি হতাশ করেছেন।