মনু ভাকেরের সঙ্গে ব্রোঞ্জ পদকের মঞ্চে সরবজ্যোৎ সিংহ।
শেষ আপডেট: 30th July 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক আর হরিয়ানা মানেই একটা সময় অবধারিতভাবে আলোচনায় আসত কুস্তি। একের পর এক জাতীয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক আনতেন হরিয়ানার আখড়ায় তৈরি হওয়া কুস্তিগিররা। গীতা ফোগত, ববিতা ফোগত, বিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, সঙ্গীতা ফোগত, সুশীল কুমার, রবি কুমার দাহিয়া... হরিয়ানার আখড়ার সাফল্যের গল্প বলিউড ছবিকেও হার মানাতে পারে।
একটা সময় অলিম্পিকের সঙ্গে সমার্থক ছিল শ্যুটিং। ভারতের অলিম্পিক ইতিহাস স্বাধীনতার আগে-পরে সোনায় মুড়ে রেখেছিল হকি। কিন্তু ১৯৮০ সালের পর আর হকিতে সোনা আসেনি ভারতে। ২০০৪ এথেন্স অলিম্পিক থেকে পদক জিততে শুরু করে শ্যুটিং। রাজ্যবর্ধন সিংহ, অভিনব বিন্দ্রা, গগন নারাং অলিম্পিকে বন্দুক দিয়েই বাজিমাৎ করেন। পদকের দোরগোড়ায় গিয়েও ফিরে আসেন বাংলার জয়দীপ কর্মকার।
ফের অলিম্পিকে আবার শ্যুটিং-এর পতাকা ওড়াল ভারত। এদিকে, শ্যুটিং-এর সঙ্গে জুড়ে গেল কুস্তিতে সোনাঝরানো হরিয়ানা।
আজ ইতিহাস গড়েছেন মনু ভাকের। হরিয়ানার ঝাঝারের মেয়ে মনু স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে একই অলিম্পিকে পর পর দু'বার পদক জেতার নজির গড়লেন। তাঁর সঙ্গে আজ পোডিয়ামে উঠলেন 'জোটসঙ্গী' সরবজ্যোৎ সিংহ। হরিয়ানার আম্বালার বাইশ বছরের তরুণ সরবজ্যোতের সঙ্গে মনুর মিলিত দাপটেই দক্ষিণ কোরিয়াকে চুরমার করে ১০ মিটার এয়ার পিস্তল (মিক্সড) ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিল ভারত।
আম্বালার ধীন গ্রামে জন্ম সরবজ্যোতের। বাবা যতীন্দর সিংহ কৃষক। মা হরদীপ কৌর গৃহবধূ। চণ্ডীগড়ের ডিএভি কলেজের ছাত্র সরবজ্যোত ছোটবেলায় ফুটবলার হওয়ার শব্দ দেখতেন। তখনও পাঞ্জাব-হরিয়ানায় ফুটবলের জনপ্রিয়তা ছিল। ভারতজোড়া খ্যাতি ছিল লুধিয়ানার ক্লাব জেসিটির। কোচ ছিলেন সুখবিন্দর সিংহ। বলবন্ত সিংহ, বলজিৎ সাইনি, হরমনজ্যোৎ সিংহ খাবরা থেকে এখনও গুরুপ্রীত সিংহ সাঁধু, প্রভসুখন সিংহ গিলরা মাঠ কাঁপাচ্ছেন ফুটবলে। কিন্তু অল্পবয়সে একদল ছেলেকে খেলনা পিস্তল দিয়ে কাগজের টার্গেটে মারা দেখে শ্যুটিং-এর ঝোঁক চাপে সরবজ্যোতের। বাবাকে গিয়ে বলেন, শ্যুটার হতে চান।
এসব খেলায় আর কার আগ্রহ থাকে? বাবাও প্রথমে গা করেননি। শেষ অবধি অবশ্য সরবজ্যোতের রোখ চেপে যায়। আম্বালার অভিষেক শর্মার শ্যুটিং অ্যাকাডেমিতে ভর্তি হ'ন তিনি।
অলিম্পিকের আগেও সরবজ্যোতের নাম রটেছিল ২০২২ এশিয়ান গেমসে। হাংঝৌতে অর্জুন সিংহ চিমা, শিব নারওয়ালের সঙ্গে দলগত বিভাগে সোনা জেতেন সরবজ্যোত। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন তিনি। যদিও অলিম্পিক পদকের মাহাত্মই আলাদা। আজ থেকে সরবজ্যোত ইতিহাসে পাকাপাকি জায়গা করে নিলেন। অলিম্পিক ব্রোঞ্জ। বারো বছর পরে ফের অলিম্পিকে শ্যুটিং-এর জয়জয়কার।