শেষ আপডেট: 30th July 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতের আবেগ এই মুহূর্তে মনু ভাকের। তিনি চলতি প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পরে হাওয়ায় ভাসছেন। আসমুদ্র হিমাচল মনুর সাফল্যে উল্লসিত।
রবিবার ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জয়ের পরে মঙ্গলবার জিতলেন মিক্সড ইভেন্টে পদক জয়। মনুর সঙ্গী ছিলেন আম্বালার শুটার সরবজ্যোৎ সিং। শনিবারও একটি ইভেন্ট রয়েছে মনুর। সেই ইভেন্টে পদক জয় মানে তিনি এমনিতেই ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। পদক জয়ের হ্যাটট্রিক হবে মনুর।
২২ বছরের তরুণীর এই সাফল্যে বাবা রামকৃষ্ণ ভাকের অন্যান্য দেশবাসীর মতোই খুশিতে ভাসছেন। এদিন পদক জয়ের পরে তিনি প্রতিবেশীদের মিষ্টি মুখ করিয়েছেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনুর বাবা বলেছেন, ‘‘মেয়ের যাবতীয় উত্থানের পিছনে ওর কোচ এবং মায়ের। আমি কিছু করে উঠতে পারিনি। আমি নেভিতে কাজ করি, ঘরে সময়ই দিতে পারি না। ওর কোচ যশপাল রাণার ট্রেনিং ওকে এগিয়ে দিয়েছে। পাশাপাশি ওর মায়ের চেষ্টা ও ত্যাগ। মেয়ের জন্য সবকিছু বিসর্জন দিয়েছে।’’
মনুর বাবার কথায়, ‘‘মেয়ের সঙ্গে ট্রেনিং সেন্টারে যাওয়া, ওর খাওয়া দাওয়ার ওপর নজর দেওয়া, সবেতেই ওর মায়ের কৃতিত্ব।’’ ফোনে যে সোমবার রাতে মায়ের সঙ্গে কথা হয়েছে, তাও বলেছেন মনুর বাবা। রামকৃষ্ণ ভাকের বলেছেন, ‘‘আমার মেয়ে ওর মাকে বলেছিল, সোনা জিততে পারিনি একটা শটের ভুলের জন্য। না হলে সোনা জয়ের ম্যাচে খেলতে পারত।’’ তবে নিজের দিনে সেরা চেষ্টাটা করবে, সেটিও বলে দিয়েছিলেন ওই নামী শুটার। যাঁকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছাবার্তায় বলেছেন, ‘‘একই অলিম্পিক্সে দুটি পদক জয়, নিরলস পরিশ্রম না থাকলে এই সাফল্য সম্ভব ছিল না।’’