শেষ আপডেট: 8th February 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধনা করছেন। এ আর নতুন কী? কিন্তু তাঁর মুখ থেকে যখন বর্ষীয়ান কংগ্রেস নেতা বা ইউপিএ আমলের কোনও প্রধানমন্ত্রীর প্রশংসা শোনা যায়, সেটা নতুনই বটে। বৃহস্পতিবার সংসদে নিজের ভাষণে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহের দারুণ সুখ্যাতি করলেন মোদী।
সামনেই লোকসভা ভোট। তার আগে সংসদের শেষ অধিবেশন চলছে। বুধবার লোকসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে তিনি কংগ্রেসকে নিয়ে প্রায় রঙ্গ-ব্যঙ্গ করেছেন যা কোনও কোনও সময়ে সংসদীয় সৌজন্যকে অতিক্রম করেছে বলে বিরোধীদের অভিমত।। তবে বৃহস্পতিবার অন্য দৃশ্য দেখা গেল রাজ্যসভায়। সেখানে প্রধানমন্ত্রী হঠাৎ মনমোহন সিংকে প্রশংসায় ভরালেন। মোদী বলেন, ''আজ আমি ডঃ মনমোহন সিংয়ের কথা বলতে চাই। তিনি দেশকে অনেক কিছু দিয়েছেন। তিনি যেভাবে সংসদ এবং দেশকে পথ দেখিয়েছেন, তার জন্য তাঁকে আজীবন মনে রাখতে হবে।''
২০২৩ সালের ৭ আগস্ট পুরনো সংসদ ভবনে দিল্লি পরিষেবা বিল নিয়ে ভোটাভুটি হয়েছিল। সেই সময়ে অসুস্থ ছিলেন ডঃ মনমোহন সিং। কিন্তু তাও তাঁকে সংসদে দেখা যায়, যদিও হুইলচেয়ারে বসে এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সেই ঘটনার কথা মনে করিয়ে মোদী সকল সাংসদদের উদ্দেশে বার্তা দেন, ''সরকারপক্ষ জিতবে জানতেন। তাও অসুস্থ হওয়া সত্ত্বেও ডঃ মনমোহন সিং সেদিন হুইলচেয়ারে এসেছিলেন ভোট দিতে। একজন সাংসদের কতটা দায়িত্বশীল হওয়া উচিত, এই ঘটনা তারই উদাহরণ।''
বুধবারই ভোটের আগে লোকসভায় সম্ভবত শেষ ভাষণ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। নিজের বক্তৃতার শুরু থেকে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। পরিবার তন্ত্র, ঔপনিবেশিকতার মনোভাব নিয়ে সাবেক জাতীয় দলের সমালোচনা করেন। তবে বৃহস্পতিবার তাঁর বক্তব্যে উঠে এল সৌজন্য। যদিও বিরোধীদের উদ্দেশে তিনি যে বিন্দুমাত্র খোঁচা দেননি এমনটা নয়। কালো রঙের পোশাক পরে বিরোধীরা সংসদে ফ্যাশন শো করতে আসেন বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।