শেষ আপডেট: 15th August 2024 10:12
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়ে ছোট্ট রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের ভাষণ প্রদানে প্রধানমন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। টপকে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে।
২০০৪ থেকে ২০১৩ টানা দশবার প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ গিয়েছেন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি প্রধানমন্ত্রী ছিলেন ২০১৪-র মে মাস পর্যন্ত। সেই বছর স্বাধীনতা দিবসে তাঁর প্রথম ভাষণ দেন মোদী। ৭৮তম স্বাধীনতা দিবসের ভাষণ প্রদানের মধ্য দিয়ে মনমোহনকে টপকে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী। এবার স্বাধীনতা দিবসের ১১তম ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। এই নিরিখে প্রধানমন্ত্রীদের মধ্য তিনি তালিকায় এখন তিন নম্বরে উঠে এলেন।
তালিকায় এক নম্বরে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি টানা ১৭ বছর স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে ভাষণ দিয়েছেন। দ্বিতীয়স্থানে আছেন ইন্দিরা গান্ধী। তিনি মোট ১৬ বার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। ইন্দিরা ১৯৬৬ থেকে ১৯৭৭ এবং পরে ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
স্বাধীনতা দিবসের ভাষণে মোদী একটি বিষয়ে পূর্বসূরীদের থেকে এগিয়ে আছেন। দীর্ঘতম ভাষণ তিনিই দিয়েছেন। ২০১৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী ৯৪ মিনিট ভাষণ দেন। পরের বছরই ভাষণে সময় অনেকটা কমিয়ে আনেন। সেবার ভাষণ দেন ৫৫ মিনিট। ভাষণের সময়ের নিরিখে দ্বিতীয় স্থানে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরাল। ১৯৯৭ সালে তিনি ভাষণ দেন ৭১ মিনিট।
অন্যদিকে, সংক্ষিপ্ত ভাষণের রেকর্ড এখনও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দখলে। ১৯৪৭-এ স্বাধীনতা দিবসে মাত্র ২৪ মিনিট ভাষণ দেন তিনি। ইন্দিরা গান্ধীর দীর্ঘতম ভাষণ ১৯৭২ সালে। ৫৪ মিনিট ভাষণ দেন তিনি।