শেষ আপডেট: 19th July 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বিদ্যুৎ বিভ্রাট নিয়ে পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছিল মানিকচকের এনায়েতপুর। গুলি চলানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এদিকে বিক্ষোভকারীরা ইট ছুঁড়ে পুলিশের উপর পাল্টা হামলা চালিয়েছিল। পুলিশের গুলিতে দুজন জখম হওয়ার প্রতিবাদে সিটুর ডাকে মানিকচকে ব্লক জুড়ে চলছে ১২ ঘণ্টার বনধ।
শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ চলবে। সিটুর ডাকা এই বনধে ব্যাপক প্রভাব পড়েছে এলাকায়। সকাল থেকে মানিকচকের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ি-ঘোড়া চলাচলের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে যথেষ্ট কম। থমথম করছে এনায়েতপুর এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও টহলদারি দিচ্ছে।
নিরাপত্তার সবদিক খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সম্ভব জৈন। তিনি বলেন, "বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। বনধের তেমন ভাবে প্রভাব পড়েনি। গাড়ি চলাচল করছে। দোকানপাটও খুলেছে।"
তবে অনেকেই মালদহের এই ঘটনাকে ১৩ বছর আগের মগরাহাটের নৈনান গ্রামের ঘটনার সঙ্গে তুলনা করছেন। সেখানেও বিদ্যুৎ পরিষেবা নিয়ে জনতা-পুলিশ সংঘর্ষের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল রেজিনা খাতুন ও সাহেবা বিবি নামে দু’জনের৷