শেষ আপডেট: 7th September 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট কিংবা ফুটবলের আতিশয্যে বর্তমানে অনেকের কাছেই 'ট্রায়াথলন' খেলাটা অজানা গিয়েছে। সাঁতার, সাইক্লিং এবং দৌড়ানো মিলিয়ে একজন প্রতিযোগীকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। আর এমন একটি কঠিন খেলায় 'আয়রন ম্যান' খেতাব অর্জন করেছেন ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাসিন্দা জনা মান্ডি।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর জার্মানির ডুইসবার্সে এই খেলার আসর বসেছিল। এই প্রতিযোগিতায় তিনি ৬ ঘণ্টা, ৩৪ মিনিট ৩৮ সেকেন্ডে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড় কমপ্লিট করেন।
প্রতি বছরই ইউরোপের কোনও না কোনও দেশে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। জানা গেছে, চলতি বছর এই প্রতিযোগিতা ৩,৫০০ জন অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে শীর্ষস্থান দখল করেন সাঁকরাইলের জনা। ছিনিয় আনেন আয়রনম্যান খেতাব।
জন্ম ছেত্রী গ্রাম পঞ্চায়েতের পালইডাঙা গ্রামে। তবে কর্মসূত্রে আপাতত জার্মানির বার্লিনে থাকেন। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি যথেষ্ট ঝোঁক ছিল জনার। মাধ্যমিক দিয়ে চলে যান বেঙ্গালুরুতে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সমাজতত্ত্বে অনার্স করেন।
তারপর শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় বছর কয়েক চাকরি। সেই চাকরিই ছেড়ে ২০১৭ সালে ইন্টারন্যাশনাল মার্কেটিং নিয়ে এমবিএ পড়তে জার্মানি যান তিনি। এমবিএ শেষে ২০২১ থেকে বার্লিনের একটি বিনিয়োগ সংস্থায় অপারেশন ম্যানেজারের কাজ করছেন। ট্রায়াথলনে তিনি বাংলা তথা গোটা দেশের নাম যে উজ্জ্বল করলেন, তা বলা যেতেই পারে।