শেষ আপডেট: 18th June 2024 19:54
দ্য ওয়াল ব্যুরো: ৬ বছরের সম্পর্ক ভেঙে গেছিল। ব্রেকআপের পর নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণী। কিন্তু প্রাক্তনকে কিছুতেই ভুলতে পারছিলেন না যুবক। প্রতিশোধ নিতে প্রকাশ্য দিবালোকে রাস্তায় তরুণীকে মাথায় স্প্যানার দিয়ে মেরে খুন করলেন যুবক। প্রাক্তন প্রেমিকাকে শেষবার আঘাত করার আগে হিন্দিতে চিৎকার করতে থাকে, 'কেন আমার সঙ্গে এমন করলে?'
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভাসাই এলাকায়। প্রেম ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই যুবক এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছেন। ব্যস্ত রাস্তার ধারে প্রাক্তন প্রেমিকাকে স্প্যানার দিয়ে খুন করার সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছেন তরুণী। হাতে লোহার স্প্যানার নিয়ে পাশে বসে যুবক বলে চলেছেন, 'কেন করলে, কেন করলে'। যুবকের কাণ্ডে রাস্তায় ভিড় জমে যায়। কিন্তু কেউই তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেননি। দর্শকের মতো দাঁড়িয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করেছেন পথচারীরা।
#SHOCKINGVISUALS : A man brutally kills his lover in the middle of the road with Spanner in Vasai, Asks 'Kyun Kiya Aisa Mere Saath'.
— upuknews (@upuknews1) June 18, 2024
The motive behind the assault was reportedly a recent breakup after a two-year relationship.#Mumbai #Vasai #Murder #Crime #MumbaiMurder… pic.twitter.com/zf139wU2eB
পুলিশ সূত্রের খবর, ২০ বছরের রোহিত যাদবের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আরতি যাদবের। সম্প্রতি সম্পর্ক ভেঙে দিয়েছিল আরতি। তারপর থেকেই তরুণীর উপর রাগে ফুঁসতে থাকে রোহিত। অন্য তরুণের সঙ্গে সম্পর্কে যাওয়ার কারণেই তাঁর সঙ্গে বিচ্ছেদ করে আরতি, এই সন্দেহেই এদিন প্রতিশোধ নিতে চেয়েছিল সে।
এদিন সকালে আরতি কাজে যাচ্ছিলেন। সেই সময়ে রোহিত যাদব পিছন থেকে এসে তাঁর উপর হামলা করে। তরুণীর মাথায় স্প্যানার দিয়ে আঘাত করতে থাকে। যতক্ষণ না আরতির শরীর অবশ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নির্দয়ভাবে আঘাত করে যায় রোহিত। ঘটনার খানিকক্ষণের মধ্যে রোহিতকে গ্রেফতার করেছে পুলিশ।