শেষ আপডেট: 8th January 2023 13:35
দ্য ওয়াল ব্যুরো: বাইক নিয়ে বাজার করতে এসেছিলেন এক ব্যক্তি। তাঁর বাইকের ক্যারিয়ারে রাখা ছিল একটি বোমা (Man carries bomb to vegetable market)। ভরা বাজারের মধ্যে সেই বোমা বিস্ফোরণে গুরুতরভাবে জখম হয়েছেন ৩ জন সবজি বিক্রেতা সহ মোট ৪ জন।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের তোপচাঁচি বাজারে (Dhanbad bomb blast)। সূত্রের খবর, রবিবার একটি বাইকে চড়ে বাজারে সবজি কিনতে এসেছিলেন এক ব্যক্তি। তাঁর বাইকের লাগেজ ক্যারিয়ারে একটি বোমা রাখা ছিল বলে জানা গেছে। আচমকা ক্যারিয়ারের মধ্যেই ফেটে যায় সেটি। বিস্ফোরণে গুরুতরভাবে জখম হন ৩ জন সবজি বিক্রেতা এবং বাজারে আসা এক ব্যক্তি। তাঁদের উদ্ধার করে শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আপাতত পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।
কাটোয়ায় খেলনার মতো উল্টে গেল বাস! ছাদ থেকে রাস্তায় পড়লেন যাত্রীরা, মৃত ১