শেষ আপডেট: 21st July 2023 11:33
দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: কিছুদিন আগের ঘটনা। মুকুল রায়ের (Mukul Roy) ছেলে শুভ্রাংশু রায় অভিযোগ করেছিলেন, তাঁরা বাবা নিখোঁজ। তার পর রাতে মুকুলবাবুকে দেখা যায় দিল্লিতে। সাংবাদিকদের মুকুল সেদিন বলেছিলেন, তিনি বিজেপিতে রয়েছেন।
সেই মুকুল রায়কে শুক্রবার দুপুরে দেখা গেল ধর্মতলায়, তৃণমূলের শহিদ সমাবেশে। তখন শেষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। কয়েক পশলা বৃষ্টিতে ভিজে কর্মী, সমর্থকরা বাড়ি ফেরার তোড়জোড় শুরু করেছেন। এমন সময়ে অনুষ্ঠানস্থলের অদূরে দেখা মিলল মুকুল রায়ের! রক্ষীবেষ্টিত গাড়ি থেকে নেমে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। পরনে সাদা পাজামা-পাঞ্জাবি। কিন্তু ভিড় ঠেলে তিনি আদৌ মঞ্চে পৌঁছতে পারলেন কি না, তা স্পষ্ট নয়।
শরীর কেমন আছে, এত দেরি করে এলেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিমুখে নির্লিপ্ত থাকতে দেখা গিয়েছে তৃণমূলের একদা ‘চাণক্য’কে। সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশুও। তবে তিনিও কোনও মন্তব্য করতে চাননি। নীরব থেকে বাবাকে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।
তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের অন্দরে নম্বর টু হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২১ জুলাইয়ের সমাবেশ (TMC rally on 21st July) হোক কিংবা দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা, সবকিছুতে নেত্রীর পর একসময় তিনিই ছিলেন শেষ কথা। সেকারণেই হয়তো ঘরে বসে থাকতে চাননি তিনি, একেবারে শেষ মুহূর্তে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন বলে মনে করছেন অনেকে।
গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। একুশের বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জয়ীও হন তিনি। ফল প্রকাশের কিছুদিন পরেই তৃণমূলে ফিরে আসেন মুকুল। এর কিছুদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের বর্ষীয়ান এই রাজনীতিক। তাঁর অসংলগ্ন কথাবার্তার জেরে বারে বারে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। অসুস্থতার কারণে গত বছরের জুন মাসে বিধানসভার পিএসি চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন মুকুল। তারপর থেকে একপ্রকার বাড়িতেই ছিলেন তিনি।
তবে চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আচমকা দিল্লিতে হাজির হন মুকুল। দেখা করেন বিজেপি নেতাদের সঙ্গেও। ফলে মুকল রায়ের দলবদল নিয়ে ফের শুরু হয়েছিল চর্চা।
অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন শুভেন্দু, বাড়ি ঘেরাও, ব্যক্তি স্বাধীনতা বিরোধী