শেষ আপডেট: 21st July 2023 10:28
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে ধর্মতলার সভা (Mamata Banerjee on 21st July) থেকে নতুন স্কিমের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই স্কিমের নাম ‘খেলা হবে’। এই ‘খেলা হবে’ স্কিম আসলে পশ্চিমবঙ্গের একটি বিকল্প ১০০ দিনের কাজের প্রকল্প।
মুখ্যমন্ত্রী বলেন, 'তিন বছর ধরে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। তবু আমরা রাজ্যের পরিসরে জব কার্ড হোল্ডারদের দিয়ে ২৬ দিনের কাজ করিয়েছি। আগামী দিনে, আমরা আর কেন্দ্রের ভরসায় বসে থাকব না। বাংলায় একটা প্রকল্প নেব। সেটা হবে এই বাংলার ১০০ দিনের কাজ। তার নাম দেব- খেলা হবে। জব কার্ড হোল্ডাররাই এই কাজ পাবে।'
ভোট মিটলেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায় করতে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে তিনি জানান, ২ অক্টোবর দিল্লি ঘেরাও করা হবে। এরপরই ‘খেলা হবে’ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কেন এমন নামকরণ, তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেছেন, আমরা বিজেপিকে বুঝে নেব। ১০০ দিনের কাজ করার সময় মানুষ বুঝে নেবে, চব্বিশে তাঁরা কাকে ক্ষমতায় আনবেন।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দিল্লির বঞ্চনার প্রতিবাদেই মুখ্যমন্ত্রীর এমন নামকরণ (Mamata named Bengals 100-day project 'Khela Hobe')। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সবচেয়ে বড় স্লোগান ছিল, এই ‘খেলা হবে’। এই স্লোগানকে সামনে রেখেই একুশের ভোটে বিজেপিকে পরাস্ত করেছিল তৃণমূল। একটা হাওয়া উঠেছিল, ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু বিজেপির সেই স্বপ্ন পূরণ হয়নি, ৭৭টি আসনেই থামতে হয়েছিল তাঁদের।
ওই মহলের মতে, একুশের ভোটের লড়াইয়ে তৃণমূলের অন্দরে একটা বড় প্রেরণা ছিল এই স্লোগান। নিয়ম করে প্রতিটি সভা থেকে মুখ্যমন্ত্রীও এই স্লোগান দিতেন এবং খেলা হবে স্লোগানের প্রতীক হিসেবে মঞ্চ থেকে ফুটবলে লাথিও মারতেন। ফলে খেলা হবে শুধু নিছক একটা স্লোগান না থেকে তা অচিরেই হয়ে ওঠে রাজনৈতিক স্লোগান।
পালা বদলের পর ক্ষমতায় বসে কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী। রাজ্যের নিজস্ব উদ্যোগে বাংলায় চলছে ৬৭টি প্রকল্প। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে একশ দিনের প্রকল্পও। পোশাকি নাম, ‘খেলা হবে’। অর্থাৎ দিল্লির বঞ্চনার প্রতিবাদে এবার বাংলার মানুষকে সঙ্গে নিয়েই সরকারিভাবে মোকাবিলার উদ্যোগ।
মমতার ‘ইন্ডিয়া’য় সিপিএম নেই, ধর্মতলার সভায় কংগ্রেস সম্পর্কে সুর নরম নেত্রীর