শেষ আপডেট: 21st July 2023 08:14
দ্য ওয়াল ব্যুরো: একুশ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on 21st July) যে দিল্লি চলোর ডাক দেবেন সে কথা দ্য ওয়াল আগেই লিখেছিল। হলও তাই। কিন্তু সেই সঙ্গে দলকে আন্দোলনমুখী রাখতে এবার কৌশলী কর্মসূচী ঘোষণা করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শুক্রবার একুশের মঞ্চে (TMC Rally on 21st July) অভিষেক ঘোষণা করেছেন, “আগামী ৫ অগস্ট বাংলায় বিজেপির জেলা থেকে ব্লক—ছোট, বড়, মেজ, সেজ সমস্ত নেতার বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মীরা। সেই ঘেরাও অবশ্যই হতে হবে শান্তিপূর্ণ। বাংলার সৌভাতৃত্বের ঐতিহ্য মেনে তা করতে হবে। বিজেপি নেতার পরিবারে কোনও প্রবীণ নাগরিক থাকলে তাঁকে আটকানো চলবে না। কিন্তু সকাল ১০ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা ওই বিজেপি নেতাকে বাড়ি থেকে বের হতে বা ঢুকতে দেওয়া হবে না”।
কেন ঘেরাও করা হবে?
কারণটা দ্য ওয়ালে পষ্টাপষ্টি লেখা হয়েছিল। তা হল, একশ দিনের কাজ, আবাস যোজনা সহ বাংলার অধিকারের টাকা আদায় করা। অভিষেকের দাবি, বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। সেই টাকা উদ্ধার করতে তিনটি রাস্তা রয়েছে। দিল্লির কাছে আবেদন করা। পায়ে পড়া। নইলে অধিকার ছিনিয়ে আনার জন্য আন্দোলন করা। প্রথমটা তৃণমূল করেছে। কিন্তু হকের টাকা উদ্ধারের জন্য কারও পায়ে পড়বে না।
এ কথা বলেই, ২ অক্টোবর ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন। অর্থাৎ দিল্লিতে গিয়ে বাংলার টাকা আদায়ের জন্য এবার ধর্না দেবে তৃণমূল। তার আগে ক্ষেত্র প্রস্তুতের জন্য ৫ অগস্টের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পর্যবেক্ষকদের অনেকের মতে, এ হল কৌশলী পদক্ষেপ। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে আসলে তৃণমূল বোঝাতে চাইছে যে একশ দিনের কাজের টাকা থেকে শুরু করে বাংলার বকেয়া পাওনা মোদী সরকার রাজনৈতিক উদ্দেশে আটকে রেখেছে। অর্থাৎ এ ব্যাপারে মানুষের ক্ষোভ বিজেপির দিকে ঘুরিয়ে দিতে চাইছে তৃণমূল।
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশ লেখা কালোগাড়ি, ভোজালি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক