শেষ আপডেট: 25th July 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: মালদহে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তুলকালাম কাণ্ড। বৃহস্পতিবার ক্লাস চলাকালীন এক ছাত্রীকে এলোপাথারি কোপ বসাতে থাকে এক যুবক। এরপরই হামলাকারী নিজেও ক্যাম্পাসের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করে। দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, অসম থেকে পড়তে এসেছিলেন আহত তরুণী। তিনি অঙ্কের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্রী। হামলাকারীও ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণী। এদিন ক্লাসে ঢুকে আচমকা ছাত্রীকে কোপানোর পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। তড়িঘড়ি ছুটে এসে তাঁদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের সদস্য়রা। খবর দেওয়া হয় পুলিশে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই ছাত্র ধারালো অস্ত্র নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাসে ঢুকে পড়ে। অভিযোগ, সবার সামনেই এমএসসি-র ওই ছাত্রীকে এলোপাথারি কোপাতে শুরু করে অভিযুক্ত। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের গলায় কোপ বসায় সে। বর্তমানে দু'জনেই আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার নেপথ্যে প্রেমঘটিত বিষয়ও থাকতে পারে বলে পুলিশের অনুমান। কেন ওই যুবক আচমকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রীর উপর হামলা চালালো, তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। এদিকে কীভাবে ক্লাসে ঢুকে ছাত্রীর উপর হামলা চালানো হল, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটির পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।