শেষ আপডেট: 19th July 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড়সড় যান্ত্রিক গোলযোগ। যার জেরে এয়ারলাইন্স, মিডিয়া, ব্যাঙ্ক পরিষেবার কাজে বড়সড় প্রভাব পড়েছে। ব্যাহত লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবাও।
জানা যাচ্ছে, মাইক্রোসফটের উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগের জেরেই এই সমস্যা। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
এদিন বেলা থেকে মাইক্রোসফটের উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। যার জেরে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের পরিষেবার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। ব্যাঙ্কিং থেকে শুরু রপে বিমানের ওয়েব চেকিং সিংহভাগ কাজই হয়ে থাকে মাইক্রোসফটের উইন্ডোজ টেনের মাধ্যমে।
জানা যাচ্ছে, সংশ্লিষ্ট মেশিনগুলি হঠাৎ করে বিকল হয়ে গিয়েছে। রিস্টার্ট বা সাটডাউন করলেও সমস্যার সমাধান হচ্ছে না। শেয়ার মার্কেট সহ বিভিন্ন ক্ষেত্রে শুক্রবারই সপ্তাহের শেষ কাজের দিন। আচমকা সমস্যা তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। যদিও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।