শেষ আপডেট: 7th October 2023 19:17
দ্য ওয়াল ব্যুরো: মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে বেশ কয়েকজন বলিউড সেলেব্রিটির। রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপির শর্মা-সহ বড় বড় তারকাদের নাম উঠে আসছে ইডির তদন্তে। এবার সেই নিয়ে বলি তারকাদের একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কড়া হুঁশিয়ারি দিয়ে কঙ্গনা বললেন, ‘সময় এসেছে। শুধরে যাও।’ এমনকী তাঁর কাছেও এই অ্যাপের বিজ্ঞাপনে মুখ দেখানোর প্রস্তাব এসেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।
অভিযোগ, বি টাউনের একাধিক সেলেব মোটা টাকার বিনিময়ে হয়ে উঠেছিলেন এই মহাদেব বেটিং অ্যাপের মুখ। বিগত কয়েক মাস ধরে এই অ্যাপটি ইডির আতশকাচের তলায় ছিল। সম্প্রতি তদন্ত জোরদার হতেই তালিকায় নাম উঠে আসে একাধিক স্টারের। রণবীর কাপুরের পর সমন পান শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, হিনা খান-সহ আরও অনেকে। আর এই সুযোগেই ফের বলিউডকে কটাক্ষ করতে ছাড়লেন না কঙ্গনা।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সদস্য হয়েও নানা বিষয়ে বলিউডকে খোঁচা দিয়ে থাকেন তিনি। অন্যথা হল না এবারও। কঙ্গনা বলেন, “অনেক আগেই আমার কাছে এই অ্যাপের মুখ হওয়ার প্রস্তাব এসেছিল। তাও একবার নয়, কম করে ৬বার। প্রতিবারই আগের থেকে কয়েক কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবারই স্পষ্ট করে ওদের না জানিয়ে দিয়েছি। এই ভারত নতুন ভারত। সময় এসেছে। এবার শুধরে যাও। নয়তো শুধরে দেওয়া হবে।”