শেষ আপডেট: 17th March 2024 21:28
দ্য ওয়াল ব্যুরো: মহাদেব অনলাইন বেটিং অ্যাপ দুর্নীতির তদন্তে নয়া মোড়। এফআইআর দায়ের করা হল ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে। গত ৪ মার্চ এফআইআর দায়ের করা হয়।
এক বছরের বেশি সময় ধরে এই দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি। সম্প্রতি যে রিপোর্ট তারা জমা করেছে, তার ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)। এক আধিকারিক জানিয়েছেন, ইডি তদন্ত রিপোর্টে ভূপেশ বাঘেল ছাড়াও অ্যাপের প্রমোটার সহ ১৪ জনের নাম রয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪২০ (প্রতারণা), ৪৭১ (ভুয়ো নথিকে আসল হিসাবে ব্যবহার) ধারায় মামলা দায়ের হয়েছে।
ইডি দাবি করেছে, এই অ্যাপের মাধ্যমে টাকা নয়ছয় করা হয়েছে। মোট দুর্নীতির পরিমাণ ৬০০০ কোটি বা তার বেশিও হতে পারে! এই অ্যাপ কেলেঙ্কারির সূত্রপাত হয়েছিল ছত্তীসগড়ের দুর্গ জেলায়। সেই সূত্র ধরেই কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্য যেমন ভোপাল, মুম্বই ইত্যাদি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযানে ইতিমধ্যেই নানা জায়গা থেকে সোনার বিস্কুট থেকে শুরু করে বহুমূল্য গয়না এবং নগদ টাকা মিলিয়ে বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
২০২২ সালের ডিসেম্বর মাস থেকেই মহাদেব অ্যাপ সংক্রান্ত ৫০০০ কোটি টাকার একটি আর্থিক লেনদেনের মামলার তদন্ত শুরু করেছিল ইডি। তদন্তকারীরা জানিয়েছিলেন, গেমিং অ্যাপের আড়ালে আদতে চলত বেটিং চক্র। গত এক বছরে ৩০টি আলাদা আলাদা জায়গা থেকে পরিচালনা করা হত এই অ্যাপ। অন্তত ১০ লক্ষ মানুষ সেখানে বেটিংয়ে অংশ নিয়ে বিনিয়োগ করেছিলেন বলে জানা যায়। মূলত মধ্যবিত্তদেরই টার্গেট করা হত এই অ্যাপের মাধ্যমে।