শেষ আপডেট: 28th April 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম এক জনপ্রিয় খান বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার হলেন। তিনি অভিনেতা হিসেবে সেভাবে সফল না হলেও সোশ্যাল ইনফ্লুয়েন্সর হিসেবে যথেষ্ট পরিচিত। তিনি সাহিল খান। রবিবার মহাদেব বেটিং অ্যাপ প্রতারণা মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
সানি লিওনি থেকে শুরু করে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা এমনকী ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়িয়েছে এই প্রতারণা মামলায়। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। সেই মামলাতেই এবার গ্রেফতার হলেন সাহিল খান।
গ্রেফতারির আশঙ্কা আগেই করেছিলেন সাহিল। তাই বম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। সূত্রের খবর, আদালত থেকে ধাক্কা খাওয়ার পরই মুম্বই ছেড়ে ছত্তীসগড় পালিয়ে গেছিলেন তিনি। সেখানে ৪০ ঘণ্টা ধরে টানা অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। রবিবারই তাঁকে আনা হয়েছে মুম্বইয়ে।
২০২২ সালের ডিসেম্বর মাস থেকেই মহাদেব অ্যাপ সংক্রান্ত ৫০০০ কোটি টাকার একটি আর্থিক লেনদেনের মামলার তদন্ত শুরু করেছিল ইডি। তদন্তকারীরা জানিয়েছিলেন, গেমিং অ্যাপের আড়ালে আদতে চলত বেটিং চক্র। মূলত মধ্যবিত্তদেরই টার্গেট করা হত এই অ্যাপের মাধ্যমে। বেটিংয়ে লাগানো টাকা বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে জমা করত অভিযুক্তরা। এসব অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল জাল পরিচয়পত্র দিয়ে।
তিনদিন আগেই বেআইনিভাবে মোবাইল স্ট্রিমিং অ্যাপে আইপিএলের সম্প্রচার করার অভিযোগে অভিনেত্রী তামান্না ও সঞ্জয় দত্তকে সমন পাঠিয়েছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। তাঁরা জানাচ্ছে, মহাদেব অনলাইন গেমিং ও বেটিং অ্যাপ্লিকেশনের সঙ্গে জড়িত ওই অ্যাপ। তাই তামান্না ভাটিয়া, সঞ্জয় দত্তেরা মহাদেব বেটিং অ্যাপের হয়েই প্রচার চালিয়েছেন।