শেষ আপডেট: 1st June 2022 17:50
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯১ সালে বিয়ে। তার আগে থেকেই প্রেম ছিল কেকে-র (KK Love Story)। জ্যোতি কৃষ্ণের সঙ্গে বেশ কয়েকবছর চুটিয়ে প্রেম করেছিলেন তিনি। তারপর সম্পর্ক গড়ায় ছাদনাতলায়। দীর্ঘ ৩১ বছরের ছায়াসঙ্গী জ্যোতিকে একলা করে দিয়ে হঠাৎ চলে গেলেন কৃষ্ণকুমার কুন্নথ।
আরও পড়ুন: কেকে-র মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টেই, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট
কৈশোর থেকেই জ্যোতি আর কেকে-র মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল (KK Love Story)। সেই থেকে কখনও একে অপরের হাত ছাড়েননি। যখন সদ্য প্রেম দানা বাঁধছে, সেসময় কেকে-র কোনও প্রতিষ্ঠা, কোনও নাম-যশ-খ্যাতি কিছুই ছিল না। কেউ তাঁকে চিনতও না। সেই অখ্যাতির দিনগুলো থেকেই কেকে-র প্রেমে হাবুডুবু খেয়েছেন জ্যোতি কৃষ্ণ।
কিন্তু কেকে-র সঙ্গে জ্যোতির এই প্রেমটাকে বিয়ের পরিণতি পর্যন্ত পৌঁছে দেওয়া সহজ ছিল না। প্রাতিষ্ঠানিক কোনও রোজগার না থাকায় কেকে-র সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়নি জ্যোতির পরিবার। সেসময় নাকি তীব্র টানাপড়েন চলছিল তাঁদের সম্পর্কে। চাকরিহীন বেকার ছেলের হাতে কিছুতেই মেয়েকে তুলে দিতে রাজি হননি জ্যোতির মা-বাবা। কেকে নিজেই একটি টক শো-তে গিয়ে জানিয়েছিলেন, শুধুমাত্র বিয়ে করার জন্য বাধ্য হয়ে সেলসের চাকরি নিতে হয়েছিল তাঁকে।
পরে অবশ্য সে চাকরি ছেড়ে গানেই ফোকাস করেন কেকে। বলিউডে গড়ে তোলেন নিজের ঝকঝকে কেরিয়ার। ৩১ বছর একসঙ্গে সুখে দুঃখে কাটিয়েছেন কেকে-জ্যোতি। তাঁদের ছেলে নকুল আর মেয়ে তামারা। ভরা সংসার ফেলে অতর্কিতেই ‘আলবিদা’ বলে গেলেন কেকে। তাঁর মৃত্যু ভারতীয় সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি।