শেষ আপডেট: 13th August 2023 09:32
দ্য ওয়াল ব্যুরো: স্বামী সন্তানদের ফেলে দেশ ছেড়েছিলেন, প্রেমের টানে বৈধ পথেই চলে গিয়েছিলেন পাকিস্তানের ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে। বাড়িতে বলে গিয়েছিলেন, ফিরে আসবেন। কিন্তু কথা রাখেননি, উল্টে পড়শি দেশের সেই বন্ধুর সঙ্গেই বিয়ে সেরেছিলেন (Anju Nasrullah)। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন সংসারে খুব ভাল আছেন তিনি। কিন্তু বিয়ের মাস ঘোরেনি এখনও, এর মধ্যেই ভারতে ফিরে আসতে মরিয়া অঞ্জু (Anju wants to return to India)।
পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের অঞ্জু জানিয়েছেন, ভারতে ফেলে আসা স্বামী এবং সন্তানদের কথা ভেবে মন ভারাক্রান্ত হয়ে রয়েছে তাঁর। তাঁদের মিস করেছেন তিনি। বাচ্চাদের একবার চোখের দেখা দেখবেন বলেই ভারতে ফিরতে চান তিনি।
অঞ্জু একথাও স্পষ্টভাবেই জানিয়েছেন, পাকিস্তানে থাকতে কোনও রকম অসুবিধে হচ্ছে না তাঁর। বরং স্বামী নসরুল্লাহ এবং তাঁর পরিবারের যত্নে, আদরে খুবই ভাল আছেন তিনি। কিন্তু তাঁর কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে ভারতে ফেলে আসা তাঁর স্বামী-সন্তান, এমনকী বাবাকেও। ইতিমধ্যেই রাজস্থানে অঞ্জুর পরিবারের লোকজনকে প্রায় একঘরে করে দিয়েছেন প্রতিবেশীরা। চাকরি গেছে অঞ্জুর প্রথম স্বামীর। এমনকী, তাঁর বাবার জামা-কাপড় তৈরির দোকানও প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে। মেয়ের কীর্তি সামনে আসার পর তাঁকে রাগে-লজ্জায়-ঘেন্নায় নিজের মেয়ে বলেই পরিচয় দিতে অস্বীকার করেছিলেন অঞ্জুর বাবা। বলেছিলেন, মেয়ে তাঁর কাছে মৃত।
সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও তাঁদের যে চূড়ান্ত হেনস্থার মুখে পড়তে হচ্ছে, সেকথা জানতে পারার পরেই এখন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে অঞ্জুর। তিনি জানিয়েছেন, যেমনটা ভেবে তিনি পাকিস্তানে এসেছিলেন, তেমনটা ঘটছে না। 'আমরা যেভাবেই হোক একটা ভুল করে ফেলেছি, কারণ এখানে যা ঘটছে তার জন্য ভারতে আমার পরিবারকে অপমানিত হতে হচ্ছে। এসব কিছুই ঘটেছে আমার জন্য, তাতে আমার মন ভীষণ খারাপ। আর দ্বিতীয়ত, আমার ছেলে মেয়ের কাছেই বা আমার কী ভাবমূর্তি হচ্ছে!' দাবি অঞ্জুর।
উল্লেখ্য, ২০২0 সালে ফেসবুক মারফত নসরুল্লাহর সঙ্গে আলাপ হয়েছিল রাজস্থানের বধূ অঞ্জুর। ক্রমশই সেই সম্পর্ক প্রেমের দিকে বাঁক নেয়। গত ২১ জুলাই বৈধ পাসপোর্ট ভিসা নিয়েই ভিলওয়ারিতে স্বামী ও দুই সন্তানকে ফেলে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নসরুল্লাহর কাছে চলে যান অঞ্জু। তিনি বাড়িতে বলে গিয়েছিলেন, পাকিস্তানে এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রিত হিসেবে যাচ্ছেন, শিগগিরই ফিরে আসবেন। কিন্তু সেদেশে পৌঁছেই মত বদলান । ধর্ম পাল্টে ইসলাম গ্রহণ করে 'ফতিমা' নাম নেন অঞ্জু, তারপর বিয়ে সারেন নসরুল্লাহর সঙ্গে। আপাতত পাকিস্তানে শ্বশুরবাড়িতেই রয়েছেন তিনি।