শেষ আপডেট: 2nd January 2023 09:34
দ্য ওয়াল ব্যুরো: দুনিয়ায় নানান রকমের প্রেমের গল্প রয়েছে। ত্রিকোণ থেকে অসম বয়সি-- প্রেমের এমন অনেক উপাখ্যান নিয়েই আলোচনা হয়। কিন্তু সম্প্রতি রাজস্থানের এক প্রেম কাহিনী, সবকিছুকেই হার মানাবে (Rajasthan Love Story)। ৪০ বছর বয়সি শাশুড়ির প্রেমের পড়েন ২৭ বছর বয়সি জামাই। দু'জনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, অবশেষে শাশুড়িকে নিয়ে চম্পট দেন জামাই!
গল্পের চমক এখানেই শেষ নয়। একটু পিছিয়ে যাওয়া যাক।
রাজস্থানের সিরোহির আনাদারা থানা এলাকার নারায়ণ স্বামীর সঙ্গে মেয়ের বিয়ে দেন এক ব্যক্তি। সেই থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে প্রায়ই আনাগোনা ছিল নারায়ণের। কিন্তু এই আসা-যাওয়ার মাঝে যে শাশুড়ির সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তা ঘুণাক্ষরেও টের পাননি বাবা-মেয়ে।
গত ৩০ ডিসেম্বর শ্বশুর বাড়িতে আসেন নারায়ণ। শ্বশুরের সঙ্গে বসে জমিয়ে মদ খান। যদিও সেদিন নিজে খুব কম খেলেও শ্বশুরকে গলা পর্যন্ত মদ খাওয়ান নারায়ণ। সেই মদের নেশায় বেঁহুশ হয়ে যান শ্বশুর। বাড়ি তখন ফাঁকা। সেই সুযোগেই শাশুড়িকে নিয়ে বাড়ি ছেড়ে পালায় জামাই।
ঘণ্টা কয়েক বাদে মদের নেশা কাটার পর শ্বশুর দেখেন বাড়িতে বৌ নেই। খোঁজ খবর নিয়ে জানতে পারেন জামাইয়ের সঙ্গেই পালিয়ে গেছেন তাঁর স্ত্রী। সেই খবরের 'শক' এতটাই ছিল যে তা সহ্য করতে না পেরে ফের জ্ঞান হারান শ্বশুর। পরে কিছুটা ধাতস্থ হয়ে বৌ ও জামাইয়ের সন্ধানের আশায় থানায় ছোটেন তিনি।
থানায় গিয়ে দু'জনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শ্বশুর। সেই অভিযোগের বয়ানে গত শুক্রবারের পুরো ঘটনা জানান। এও জানান, সেদিন জামাই মেয়েকে নিয়ে আসেনি, একাই এসেছিল শ্বশুর বাড়ি। পুলিশের প্রাথমিক অনুমান, আগে থেকেই পালানোর ছক ছিল শাশুড়ি-জামাইয়ের। অভিযোগ পাওয়ার পরেই দু'জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
‘কাঁপিয়ে’ নববর্ষ কাটিয়েছেন কন্ডোম ব্যবহারকারীরা! ডিউরেক্সের দুষ্টু টুইটে হেসে খুন নেটিজেনরা