শেষ আপডেট: 11th May 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো: এমন রূপকথায় ঘটে। ২২ মে, ২০০৩ সালে লর্ডসেই শুরু করেছিলেন। আর আগামী ১০ জুলাই ২০২৪ সালে ক্রিকেটকে বিদায় জানাবেন ওই একই মাঠে। অবসরই নিয়ে ফেলছেন জেমস অ্যান্ডারসন, যিনি ইংল্যান্ডের হয়ে টেস্টে সাতশর বেশি উইকেট নিয়েছেন। এমন কীর্তি বিশ্বের আর কারও নেই। তিনি এক ব্যতিক্রমী ডানহাতি পেসার।
আগামী জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড শিবির। সেটিই হতে চলেছে জিমির শেষ টেস্ট। উল্লেখ্য, দেশের জার্সিতে ৭০০-র বেশি টেস্ট উইকেট।
ওই সিরিজে প্রথম টেস্ট আগামী ২০ জুলাই লর্ডসে। সেই ম্যাচেই শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন এই কিংবদন্তি।
নিজের সোশ্যাল মিডিয়ায় অবসর প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে অ্যান্ডারসন জানিয়েছেন, ‘‘আমি সবাইকে একটি বিষয় জানাতে চাইছি। আসন্ন গ্রীষ্মেই আমার ক্রিকেট কেরিয়ার শেষ হতে চলেছে। আমার ক্রিকেট জীবনের শেষ ম্যাচ ওটাই। গত ২০ বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। ছোট থেকে যে খেলাকে ভালবেসি এসেছি, জীবনে তার থেকে সবকিছু পেয়েছি। তবে পরিবারের সমর্থন ছাড়া এতটা এগতে পারতাম না।’’
দেশের জার্সিতে ১৯৪টি ওয়ান ডে ও ১৯টি টি ২০ ম্যাচ খেলেছেন তিনি। ওয়ান ডে ম্যাচে ২৬৯ উইকেট নিয়েছেন। টি ২০ ক্রিকেটে নিয়েছেন ১৮টি উইকেট। এমনকী ১৮৭ টেস্ট খেলে ৭০০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন ইংল্যান্ড তারকা। ভারত সফরে চারটি টেস্ট খেলে মোট ১০ উইকেট নিয়েছিলেন।
আসন্ন লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিতে পারলে ওয়ার্নকে টপকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক হবেন জিমি। তাঁর আগে থাকবেন শুধু মুরলীধরন।