শেষ আপডেট: 20th October 2023 17:11
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নতুন জমি অধিগ্রহণ আইন মেনে জমিদাতাদের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জমির দখল নেওয়া যাবে না। জাতীয় সড়ক সম্প্রসারণের মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি বিবেক চৌধুরী জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের ২০১৩ সালের আইন মেনে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করা যাবে না। ফলে মালদহে দুটি জাতীয় সড়ককে যুক্ত করার ক্ষেত্রে জটিলতা তৈরি হল বলে মনে করছেন আইনজ্ঞদের একাংশ।
মালদহের ওপর দিয়ে গিয়েছে ১২ এবং ৮১ নম্বর জাতীয় সড়ক। দুটি জাতীয় সড়ককে যুক্ত করার জন্য মালদহের চাঁচলে ৮১ নম্বর জাতীয় সড়কের একটি বাইপাস তৈরির জন্য জমির অধিগ্রহণ শুরু করে কেন্দ্র। এক্ষেত্রে একটি ইটভাটাও অধিগ্রহণের আওতায় চলে আসে। কিন্তু জাতীয় সড়ক বিভাগ ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ১৯৫৬ সালের পুরনো আইনকে হাতিয়ার করে। তাতে আপত্তি জানিয়ে আরবিট্রেশনে যান ওই জমির মালিক আদর্শ কুমার। কিন্তু সেখানে কোন ফয়সালা হয়নি। এরপর তিনি হাইকোর্টে মামলা করেন।
তাঁর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী ও অরিন্দম দাস অভিযোগ করেন, ২০১৬ সালে ওই জমি অধিগ্রহণের জন্য নোটিস দেওয়া হয়। ২০১৫ সালের জানুয়ারি মাসের পর থেকে অধিকৃত জমির জন্য ২০১৩ সালের আইন মেনে ক্ষতিপূরণ দেওয়ার কথা। এক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই নির্দেশ মানেনি। এমনকী ওই জমি যে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো, তার কোন উল্লেখ করা হয়নি অধিগ্রহণের ক্ষেত্রে।
নতুন আইনে জমি অধিগ্রহণ করতে হলে গ্রামীণ এলাকায় বাজার দরের তুলনায় চার গুণ এবং শহরের ক্ষেত্রে দ্বিগুণ দাম দেওয়ার কথা। একই সঙ্গে অধিগৃহীত জমির জন্য জমিদাতাকে বিকল্প জায়গায় বাসস্থান গড়ে দেওয়ার কথা। কিন্তু বাস্তবে এর কোনটাই জাতীয় সড়ক কর্তৃপক্ষ মানেনি বলে অভিযোগ। সব পক্ষের বক্তব্য শোনার পর নতুন জমি অধিগ্রহণ আইনে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারপতি।