শেষ আপডেট: 25th July 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: পুরাণ মতে সৃষ্টিকে রক্ষা করতে সমুদ্র মন্থনে ওঠা কালকূট বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব। সেই বিষের রং ছিল গাঢ় সবুজ। শ্রাবণ মাস পড়তেই দেবাদিদেবকে স্মরণ করে সবুজ রঙ ধারণের ধুম পড়ল দুর্গাপুরে। সবুজ চুড়ি, সবুজ শাড়ি-কুর্তি, এমনকী সবুজ টিপ-নেলপলিশও।
মহাকাল তথা মহাদেব শিবের জন্মমাস হিসেবে শ্রাবণ মাসকে চিহ্নিত করা হয়েছে। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। এই মাসে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। শ্রাবণের প্রতি সোমবার শিবের ব্রত পালন করেন তাঁরা। তবে চলতি বছরের শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ রঙের পোশাক একেবারে ট্রেন্ডিং। রাস্তাঘাটে সর্বত্র নজর টানছে মহিলাদের পরনের সবুজ আভরণ। তাঁরা জানান, শিবকে সন্তুষ্ট করতে সবুজ চুড়ি পরেছেন তাঁরা। মহাদেবকে সন্তুষ্ট করতে চুড়ি ছাড়াও সবুজ টিপ, নেলপলিস ও সুবজ রঙের শাড়ি সহ নানান পোশাক পরবেন এই মাসে।
মহিলাদের এই ভক্তিভাবে বাজারেও হু হু করে বাড়ছে সবুজ চুড়ির চাহিদা। ব্যবসায়ীরা জানালেন, এই বছরই প্রথম শ্রাবণমাসে সবুজ চুড়ির চাহিদা বেড়েছে। প্রতিদিন প্রায় তিন হাজার সবুজ চুড়ি বিক্রি হচ্ছে। ধনতেরাসে গয়না কেনার মতোই একজনকে দেখে সবুজ চুড়ি কিনছেন অন্যজন। একইরকম ভাবে বেড়েছে সবুজ শাড়ি ও অন্য পোশাকের চাহিদাও। সব রং ভুলে তাই ব্যবসায়ীরাও আপন করে নিয়েছেন সবুজ রং। দুুর্গাপুরের বেনাচিতি বাজারে বদলে গেছে রং।