শেষ আপডেট: 28th June 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা দিল তীর্থযাত্রীদের প্রথম দল। এদিন বালতাল বেসক্যাম্প থেকে ভোর পৌনে ৬টার সময় প্রথম দলটি রওনা দেয়। পাশাপাশি সকাল ৬টা ২০ মিনিট নাগাদ পহলগাঁওয়ের নুনওয়ান থেকে দ্বিতীয় দল অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করে। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন।
এ বছর ৫৩ দিন ধরে যাত্রা চলবে। প্রথমদিন প্রায় ৪৬০৩ জন অমরনাথ গুহার দিকে রওনা দেন। বালতাল থেকে দুর্গম পথে ১৪ কিমি এবং পহলগাঁও থেকে ৪৮ কিমি পদযাত্রা করে পৌঁছাতে হয় তুষারে মোড়া শিবলিঙ্গ দর্শনে। বালতাল থেকে গেলে সেদিনই পুজো দিয়ে ফেরা যায়। পহলগাঁও থেকে যেতে চারদিন সময় লাগে।
প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের জন্য বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যেমন- আরএফআইডি সব সময় গলায় ঝুলিয়ে রাখা। স্বচ্ছন্দ বোধ করা যায় এমন পোশাক পরতে হবে। বারবার জল খেতে হবে এবং সঙ্গে শুকনো ফল, আখরোট, ওআরএস, ইলক্ট্রো পাউডার রাখতে হবে। ট্রেকিং শ্যু পরে যাওয়া বাঞ্ছনীয়। যাত্রার সময় বারবার বিশ্রাম নিতে হবে। প্ল্যাস্টিক, স্যাশে প্যাক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করে দেওয়া হয়েছে। খালি পেটে হাঁটা মারাত্মক বিপজ্জনক বলে জানিয়ে দেওয়া হয়েছে।