শেষ আপডেট: 6th July 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির তাণ্ডবনৃত্যের হাত থেকে রেহাই নেই ধ্বংসের দেবতা শিবঠাকুরেরও। অমরনাথের তুষারতীর্থেও রুদ্র নিঃশ্বাস ফেলছে উষ্ণায়ন। আর তাতেই গলে যাচ্ছে তুষারলিঙ্গ অমরনাথ। এটাকে কেউ দেবতার অভিশাপ হিসেবে দেখছেন। কেউ বিজ্ঞানের চোখে। ঘটনা যাই হোক, গত ২৯ জুন অমরনাথ যাত্রা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তুষারলিঙ্গ গলতে শুরু করায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যাওয়ার অপেক্ষায় থাকা লাখো পুণ্যার্থী।
স্থানীয় সংবাদ মাধ্যম ও সূত্রে জানা গিয়েছে, এই অঞ্চলে তাপপ্রবাহ চলতে থাকায় শিবঠাকুরও নিজের অস্তিত্ব বাঁচাতে পারছেন না। তবে এই কদিনেই বিরূপ প্রকৃতিকে হারিয়ে দেড় লক্ষ ভক্ত পুজো দিয়ে ফিরেছেন। কাশ্মীরের ৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথে প্রতিবছর লাখে লাখে পুণ্যার্থী সমাগম হয়।
সারাবছর বরফে ঢাকা এই এলাকায় জুলাই মাসে বরফ গললে আষাঢ়-শ্রাবণ মাসে ভক্তরা অমরনাথ দর্শনে যান। গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরম পড়েছে। কলকাতা, দিল্লির থেকেও উষ্ণতা বেশি শ্রীনগরে। এই গরমের প্রভাব পড়েছে তুষারতীর্থেও। যার ফলে গলতে শুরু করেছেন বাবা বরফানি।
ভাইরাসের মতো ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, শিবলিঙ্গ ক্রমাগত গলে যাচ্ছে। তবে এই ভিডিও সত্যতা ও কোন সময়ের তা সঠিক জানা যায়নি। এদিকে, আজ, শনিবার, অমরনাথ যাত্রা সাময়িক স্থগিত রাখা হয়েছে। বালতাল ও পহলগাঁও কোনও দিক থেকেই যাত্রীদের যেতে দেওয়া হয়নি। কারণ, আবহাওয়ার পূর্বাভাসে ব্যাপক বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার রাত থেকেই বালতাল ও পহলগাঁওয়ের দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। সে কারণে বড় বিপদ ঠেকাতে এদিন যাত্রা স্থগিত রাখা হয়।