শেষ আপডেট: 13th June 2024 14:45
দ্য ওয়াল ব্যুরো: সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে সিপিএমের ফল অত্যন্ত খারাপ হয়েছে। পার্টি এবারের ফলাফলে অত্যন্ত হতাশ বলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এক সাক্ষাৎকারে বলেছেন। তাঁর বক্তব্য, যদিও বিগত লোকসভা নির্বাচনের তুলনায় দলের আসন বেড়েছে, সিট বেড়েছে গোটা বাম শিবিরের, কিন্তু পার্টির জনভিত্তি, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা নিয়ে দলের লাগাতার কর্মসূচির প্রতিফলন লোকসভার ফলে নেই। পার্টি এর কারণ অনুসন্ধান করবে।
লোকসভা ভোটের ফল নিয়ে দুদিন আগেই বিবৃতি দিয়ে পার্টির ফল খারাপ হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছিল সিপিএম পলিটব্যুরো। তাৎপর্যপূর্ণভাবে তাতে কেরলের ফল নিয়ে দল বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে। বাংলার খারাপ ফলের কথা তাতে উল্লেখ করা হয়নি। বস্তুত, কেরল বাদে অন্য কোনও রাজ্যের কথা সেখানে উল্লেখ করা হয়নি। যদিও দীর্ঘদিন পর রাজস্থানে সিপিএম একটি আসন পেয়েছে।
অন্যদিকে, বাংলায় এবারও সিপিএম সহ বামেরা খাতা খুলতে পারেনি। বাড়েনি ভোটও। কিন্তু কেরলে পার্টি আট বছর ক্ষমতায় থাকা সত্বেও এবারও ২০টি আসনের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করেছে। সেখানে বিজেপি খাতা খোলার পাশাপাশি কংগ্রেস এবারও বিপুল সাফল্য অর্জন করে। কেরল থেকে লোকসভায় খরা কাটাতে না পারায় বিচলিত সিপিএম নেতৃত্ব।
দলের অস্বস্তি বাড়িয়ে কংগ্রেস সেখানে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে। হাত শিবিরের দাবি, লোকসভার ফলে স্পষ্ট মানুষ বিজয়ন সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। সেই সময় ভোটের ফল নিয়ে পলিটব্যুরোর বিবৃতি পিনারাই বিজয়ন এবং কেরলের সিপিএম নেতৃত্বের অস্বস্তির কারণ হয়েছে।
অন্যদিকে, বাংলাতে ফের খারাপ ফল হলেও পলিটব্যুরোর প্রাথমিক প্রতিক্রিয়ায় স্পষ্ট, এ রাজ্যে প্রতিকূল পরিস্থিতিতে দলের চেষ্টা এবং জন বিরোধী নীতির বিরুদ্ধে পার্টির লড়াইকে শীর্ষ নেতৃত্ব বিবেচনায় রেখেছে। সাক্ষাৎকারে আলাদা করে পশ্চিমবঙ্গ নিয়ে প্রতিক্রিয়া দেননি সীতারাম। শীর্ষ নেতৃত্বের অনেকেই মনে করেন, জিততে না পারলেও দমদম, ব্যারাকপুর, শ্রীরামপুরে সিপিএমের প্রাপ্ত ভোট উপেক্ষা করার মতো নয়।