শেষ আপডেট: 29th July 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: 'তোমাকে চাই'-এ ডুবে রইলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। একটি ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তোলপাড় বাংলার রাজনৈতিক মহল। যথারীতি ৭৮ বছর বয়সি বর্ষীয়ান দমদম লোকসভা কেন্দ্রের সদস্য সৌগতকে তির্যক বাণ হেনেছে বিজেপি।
ভাইরাল হওয়া ভিডিওটি কবেকার, কোথায় তোলা তা জানা না গেলেও ছবি দেখে বোঝা যাচ্ছে, মোবাইলে তোলা নেতার খুব কাছের লোক ভিডিওটি রেকর্ড করেছেন। একটি গাড়িতে বসা তৃণমূল নেতার হাতে নিজের মোবাইল। সম্ভবত ব্লু টুথে গাড়ির বক্সে গানটি চলছিল। সেখানে মাঝেমাঝেই সৌগত রায়কে বেসুরো গলায় সুর মেলাতে শোনা যাচ্ছে, তোমাকে চাই ধ্বনিতে।
১৯৯২ সালের এপ্রিলে সুমন চট্টোপাধ্যায় যিনি কবির সুমন হয়েছেন, তিনি বাংলা সঙ্গীত জগতের সব গারদ ভেঙে এক মুক্ত জীবনের অ্যালবাম প্রকাশ করেন। তোমাকে চাই শীর্ষক সেই অ্যালবামে মোট ১২টি গান ছিল। যার অন্যতম এই গানটি। সুমনের হাত ধরেই বাংলা সঙ্গীত জগতে জীবনমুখী গানের এক নবধারার জন্ম হয়। প্রতিটি গানই কথা ও সুরে অনবদ্য আধুনিকোত্তর যুগের সিঁড়ি তৈরি করে দিয়েছিল।
সৌগত রায়ের ভিডিওতে দেখা গিয়েছে, বর্ষীয়ান রাজনীতিক নেতা সেই গানে মগ্ন রয়েছেন। মুখে আলতো হাসি মাখানো সৌগত ঘাড় দুলিয়ে দুলিয়ে গান শুনছেন। আর থেকে থেকে তোমাকে চাইয়ের সঙ্গে গলা মেলানোর চেষ্টা করছেন। বাকি কোনও শব্দবন্ধ বা লাইন তাঁর মুখে শোনা যায়নি। তিনি কেবলই বলে চলেছেন, তোমাকে চাই।
বাংলার রাজনীতিতে সৌগত রায় অত্যন্ত শিষ্টাচারী ব্যক্ত হিসেবে পরিচিত। অধ্যাপক হিসেবেও তাঁর সুনাম রয়েছে রাজ্যে। লোকসভাতেও তাঁকে কখনও কটুকথা বা কুবাক্য বলতে শোনেনি কেউ। এহেন সৌগত রায়ের মুখে কবির সুমনের গানের একটি মাত্র কথা সুরে সুর মিলিয়ে গাওয়ার চেষ্টা করা নিয়ে বিরোধীদের হাসির খোরাক হয়েছেন তিনি।
বিজেপি নেতা সজল ঘোষ এই ভিডিওটি ফরোয়ার্ড করে লিখেছেন, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাইl এই বয়সেও এত চাওয়া সত্যি ভাবা যায় নাl স্পষ্টতই প্রবীণ নেতাকে কটাক্ষ করতেই এই মন্তব্য। যদিও এদিন রাত পর্যন্ত এ বিষয়ে সৌগত রায়ের প্রতিক্রিয়া জানা যায়নি।