শেষ আপডেট: 17th April 2024 10:12
দ্য ওয়াল ব্যুরো: নিজের তৈরি ‘পিচে’ ফের প্রার্থী হওয়ার সুযোগ পাননি তো কী? লোকসভা কেন্দ্র বদল হলেও চেনা ফর্মে ফিরেছেন দিলীপ ঘোষ। নজিরবিহীনভাবে একের পর এক কুকথায় নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ দাগলেন দিলীপ ঘোষ।বললেন, ‘জেলই বৃদ্ধাশ্রম হবে, বাকি জীবন সেখানেই কাটাতে হবে।
রাজ্যে ইডি সিবিআই-এর তৎপরতা নিয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমার কাছে বাড়িও যা, জেলও তাই। জেলে গেলে একটু বিশ্রাম পাবো।”আর এই প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ তোপ দাগেন, "এই সুযোগও ওনার কাছে আসবে। ওটাই বৃদ্ধাশ্রম হবে। ওখানেই বাকি জীবন কাটাতে হবে।”
নির্বাচনী প্রচারে গত রবিবার বিকেলে আলিপুরদুয়ারে গিয়েছিলেন মমতা। চালসায় হোটেল যাওয়ার পথে তাঁর উদ্দেশে বিজেপির পথসভা থেকে চোর-চোর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। মমতার কনভয় অবশ্য নিরুপদ্রবেই গন্তব্যে পৌঁছয়। কিন্তু এই ঘটনায় তিনি যে প্রবল ক্ষুব্ধ, তা মঙ্গলবার ময়নাগুড়ির সভায় স্পষ্ট করে দেন তৃণমূলনেত্রী।বলেন, ‘এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর-চোর-চোর! সুযোগ থাকলে জিভটা আমি কেটে নিতাম। ইলেকশন বলে কিছু বলিনি। ইলেকশন না-থাকলেও আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। আর এই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ। তাঁর মতে, "আর কিছুই করতে পারবেন না। মানুষই এবার জুতো লাঠি, ছ্যাঁটা দেখাবে। ৪০-৪৫ বছর রাজনীতি করার পর চোর স্লোগান শোনার চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে!”
বুধবার দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবিএস এর স্পটিং মাঠে প্রাত:ভ্রমণে যান দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপি প্রার্থী প্রার্থী। একইসঙ্গে এই রাজ্য সরকার নয়, আদালত চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সারা দেশ রাম নবমী পালন করলেও পশ্চিমবঙ্গে আদালতের অনুমতি আনতে হচ্ছে।