শেষ আপডেট: 13th May 2024 11:24
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বাংলার আট কেন্দ্রে চলছে চতুর্থ দফার লোকসভা ভোট। সকাল ৭ টায় ভোট শুরু হতে না হতেই রাজ্যের নানা প্রান্ত থেকে দফায় দফায় অশান্তির খবর সামনে এসেছে। বহরমপুর, বীরভূম সহ একাধিক কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বর্ধমানের কাঞ্চনপুর এলাকায় বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
বিকাল ৫ টার মধ্যে বিজেপির লোকদের খুন করা হবে, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও তাঁর লোকজনের বিরুদ্ধে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়েই ফুঁসে ওঠেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
এদিন সকাল থেকে নিজের কেন্দ্রে বিভিন্ন বুথে সরেজমিনে ঘুরে দেখেন দিলীপ ঘোষ। বেলেপুকুর প্রাইমারি স্কুলে এসে কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকেই পাল্টা তোপ দাগেন বিজেপি প্রার্থী। তাঁর স্পষ্ট দাবি, বর্ধমান দুর্গাপুরে কোনও অশান্তির পরিবেশ তৈরি করতে তিনি দেবেন না। সে কারণেই এলাকায় ঘুরছেন। কর্মীদের পাশে থাকার থাকার বার্তা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
তৃণমূল বিধায়ককে নিশানা করে দিলীপ বলেন, “খোকন দাস একটা ছিঁচকে মস্তান। কাউন্সিলরের মতো ব্যবহার করে। সে এখানকার সব লোককে ভয় দেখাচ্ছে। খুন করে দেওয়ার হুমকি দিচ্ছে।”
বর্ধমান-দুর্গাপুর আসনে এবার দিলীপ বনাম তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের লড়াই। সোমবার সকাল থেকে নিজের কেন্দ্রের বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। তাঁকে দেখে তৃণমূলের কর্মী সমর্থকেরা 'জয় বাংলা' ধ্বনি তোলে বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, এলাকায় তীব্র যানজট তৈরি হলে ওই ধ্বনি তোলেন কেউ কেউ। এই ঘটনায় জোড়াফুল শিবিরকে কটাক্ষ করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ। তাঁর দাবি, নিজের দলের প্রার্থীকে না পেয়ে তাঁকে দেখে উৎসাহিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা।
পাল্টা দিলীপ ঘোষ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, "রাজ্যে সরকারি দল সবসময় প্রভাবিত করার চেষ্টা করে। আমাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছে না।"
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থীর বক্তব্য, "আত্মবিশ্বাস দিয়ে তৃণমূলকে হারাচ্ছি। আজ গন্ডগোল করতে আসলে পার্মানেন্টলি ঘরে ঢুকিয়ে দেব। খেলা হবে, গানও বাজবে না। খেলা শেষ হবে। দিদির কীর্তি যাবে ঘরে।"