শেষ আপডেট: 29th March 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির দুনিয়ার সঙ্গে গ্ল্যামার জগতের সম্পর্ক নতুন নয়। এযাবৎকাল টলি-বলি কিংবা দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে বহু তারকাকেই সাংসদ-বিধায়ক হিসেবে পেয়েছে দেশবাসী। এবার হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।
শুক্রবার সকালে মান্ডিতে পৌঁছে ভোটপ্রচারে নামেন কঙ্গনা। এদিন হুডখোলা গাড়িতে মান্ডির রাজপথে কঙ্গনার মেগা রোড শো ছিল দেখার মতো। সাদা রঙের সালোয়ার কামিজে কঙ্গনা তখন বলিউডের ‘কুইন’ নয়, বরং জননেত্রী। মুম্বইয়ের অভিনেত্রীকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমে যায়। গাড়িতে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে কঙ্গনার গলায় একটাই সুর, “আমি নায়িকা নই, মান্ডির মেয়ে, মান্ডির হয়েই ভোটে দাঁড়িয়েছি।”
নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে স্থানীয় ভাষাতেই জনসংযোগ করেন কঙ্গনা। বক্তব্যের শুরুতেই বলে ওঠেন, ' আমি আপনাদের সেবায় কোনও খামতি রাখব না। এমনটা ভাবেন না যে আমি হিরোইন, বা স্টার। কঙ্গনা আপনাদের ঘরের মেয়ে। আপনাদের বোন।'
গেরুয়া শিবিরের প্রার্থীপদ পেতেই কোমর বেঁধে প্রচারে নেমেছেন কঙ্গনা রানাওয়াত। গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার সঙ্গেও দেখা করেছেন অভিনেত্রী। নাড্ডার সঙ্গে ঘণ্টাখানেকের সাক্ষাৎকারে রাজনীতির মাঠে নবাগতা হিসেবে বেশ কিছু নির্বাচনী টিপসও নেন নায়িকা। সোশাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারের ছবি শেয়ার করে নিজেই তা জানিয়েছিলেন।
যদিও প্রত্যক্ষ রাজনীতিতে নতুন হলেও নরেন্দ্র মোদীর প্রশংসা এবং সোশাল মিডিয়ায় উগ্র জাতীয়তাবাদী পোস্ট করার জন্য গত কয়েক বছর ধরে সর্বভারতীয় স্তরে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর অভিনীত ছবিগুলি নিয়ে ইদানীং যা চর্চা হয় তার চেয়ে ঢের বেশি হয় তাঁর উগ্র পোস্ট নিয়ে। সেই কঙ্গনাকে তাঁর হোমটাউন হিমাচল প্রদেশে লোকসভা ভোটে প্রার্থী করেছে বিজেপি।